ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সাংবাদিক নূরনবী সরকারের বিরুদ্ধে মামলা স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জুন ২০, ২০২২
সাংবাদিক নূরনবী সরকারের বিরুদ্ধে মামলা স্থগিত হাইকোর্ট

ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির সাংবাদিক নূরনবী সরকারের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা স্থগিত করেছেন হাইকোর্ট।

এই মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে করা আবেদনের শুনানির পর সোমবার (২০ জুন) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ রুল দিয়ে ৬ মাসের জন্য স্থগিত করেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।

টিভিতে একটি সংবাদ প্রচারের জের ধরে সাংবাদিক নূরনবী সরকারের মামলাটি করেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি। এই মামলায় গত ২১ মার্চ অভিযোগ গঠন করেন ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনাল। এই অবস্থায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন নূরনবী সরকার।
 
বাংলাদেশ সময়:১৯২৬ঘণ্টা, জুন ২০,২০২২ 
ইএস/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।