যশোর: যশোরে মাদক (হেরোইন) মামলায় সবুজ ওরফে গুড্ড নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৭ জুন) যশোরের অতিরিক্ত দায়রা জজ ফাহমিদা জাহাঙ্গীর এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সবুজ যশোরের অভয়নগরের চন্দ্রপুর গ্রামের হেকমত মোল্যার ছেলে ও বেনাপোল নারায়ণপুর গ্রামের বিশ্বাস বাড়ির মোড়ের সেলিমের বাড়ির ভাড়াটিয়া।
যশোর আদালতের অতিরিক্ত পিপি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে বেনাপোল পোর্ট থানা পুলিশ ছোট আঁচড়া গ্রামের কমিশনারের বাড়ির পাশ থেকে সবুজকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশি করে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) এইচএমএ লতিফ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই জাকির হোসেন আসামি সবুজকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আসামি সবুজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, জুন ২৮, ২০২২
ইউজি/আরবি