ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

গোপালগঞ্জে কৃষক হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জুলাই ৫, ২০২২
গোপালগঞ্জে কৃষক হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন 

গোপালগঞ্জ: গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষককে হত্যার দায়ে আব্দুল হান্নান শেখ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

একই মামলায় সাজাপ্রাপ্ত আসামির স্ত্রী মহুরোন নেছাকে খালাস দেওয়া হয়েছে।


 
মঙ্গলবার (০৫ জুলাই) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা গ্রামে জমি নিয়ে কৃষক শেখ নুরুল ইসলাম খানের সঙ্গে আব্দুল হান্নান শেখের বিরোধ চলে আসছিল। বিগত ২০১১ সালের ১৯ ডিসেম্বর রাতে জমি দেখে বাড়ি ফেরার পথে আব্দুল হান্নান শেখ ও তার লোকজন শেখ নুরুল ইসলাম খানকে কুপিয়ে রেখে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে পরদিন ২০ ডিসেম্বর মারা যান তিনি।  

এ ঘটনায় থানায় মামলা না নিলে ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী আফরোজা নাহার রানু বাদী হয়ে ৬ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ দুইজনকে আসামি করে আদালতে চার্জশিট দখিল করে। পরে দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।