ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি আদালতে পুলিশের হেফাজতে দণ্ডপ্রাপ্ত আসামি

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোহারা গ্রামে স্ত্রীকে হত্যা মামলায় নয়ন মণ্ডল নামে এক স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম সারোয়ার এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০২ সালের ১০ নভেম্বর সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোহারা গ্রামের বাসিন্দা আনছের আলীর ছেলে নয়ন মণ্ডল পারিবারিক কলহের
জেরে তার স্ত্রী রেশমা বেগমকে লাঠি দিয়ে এবং কিল-ঘুষি মেরে গুরুতর আহত করেন। পরে ওইদিনই বিকেলে তার মৃত্যৃ হলে রেশমার বড় ভাই আবির মণ্ডল নয়নকে আসামি করে
পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ তদন্ত সাপেক্ষে ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে শনিবার (২৩ জুলাই) দুপুরে আসামির উপস্থিতিতে ফাঁসির আদেশ দেন বিচারক গোলাম সারোয়ার। মামলা চলাকালীন সময়ে নয়জন ব্যক্তির সাক্ষী নেন আদালত।

আর এ মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি ও অ্যাডভোকেট গকুল চন্দ্র বর্মন এপিপি এবং আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন
অ্যাডভোকেট হাসান আলী ও আবু কাইছার।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।