ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কুষ্টিয়ায় হত্যার দায়ে ২ জনের আমৃত্যু জেল, নারীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
কুষ্টিয়ায় হত্যার দায়ে ২ জনের আমৃত্যু জেল, নারীর যাবজ্জীবন

কুষ্টিয়া: কুষ্টিয়ায় মোটরসাইকেল ছিনতাই ও চালককে হত্যার দায়ে ফজলু ও মজিবর সেখ নামে দুই আসামিকে আমৃত্যু এবং খুশি বেগম ওরফে ফলসী নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সাজার আদেশ দেওয়া হয়েছে।

রোববার (০৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম এ রায় দেন।  

সাজাপ্রাপ্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে ফজলু (৪৪) ও রাজবাড়ি জেলার বেলগাছী গ্রামের মো. মজিবর সেখ (৩৬) পলাতক। আর কুষ্টিয়ার খোকসা উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মজনু সেখের স্ত্রী খুশি বেগম ওরফে ফলসী (৫৪) আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, কুষ্টিয়ার পাশের জেলা রাজবাড়ীর কালুখালী উপজেলার সজিবদ্দিন সেখের ছেলে নজরুল ইসলাম লতিফ (৩০) ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তিনি ২০১৩ সালের ১৬ জুলাই সকাল সাড়ে ৯টায় মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এ ঘটনার পরদিন ১৭ জুলাই দুপুরে খোকসা উপজেলার উত্তরশ্যামপুর গ্রামের একটি পাটক্ষেতে তার বিবস্ত্র ও মাথা বিহীন দেহ উদ্ধার করে খোকসা থানা পুলিশ। পরে নিহতের পরিবারের লোকজন নিহতের শরীরে উল্লেখযোগ্য কিছু চিহ্ন দেখে লাশটি শনাক্ত করেন।  

পরিকল্পিতভাবে মোটরসাইকেল ছিনতাইয়ের পর নজরুলকে হত্যা করে মরদেহ গুম করার চেষ্টার অভিযোগ এনে নিহতের বড় ভাই বিল্লাল সেখ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন খোকসা থানায়।
মামলাটির তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ জুন আরও একজনকে অন্তর্ভুক্ত করে চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, সাক্ষ্য-শুনানিতে অভিযোগ প্রমাণ হওয়ায় এ রায় দেন বিচারক। আর অভিযোগ প্রমাণ না হওয়ায় অপর আসামিকে খালাস দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।