ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

স্ত্রী হত্যায় মানিকগঞ্জের লাল চাঁনের মৃত্যুদণ্ড বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
স্ত্রী হত্যায় মানিকগঞ্জের লাল চাঁনের মৃত্যুদণ্ড বহাল

ঢাকা: ২০০৫ সালে মানিকগঞ্জের সিংগাইরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী লাল চাঁন মিয়াকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।

এ বিষয়ে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো ডেথ রেফারেন্সের গ্রহণ করে মঙ্গলবার (১১ অক্টোবর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো.বশির উল্লাহর বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া মিতি। আসামি পলাতক থাকায় তার পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাসনা বেগম।

সিংগাইরের মৃত ইয়াকুবের মেয়ে সালমা বেগমের সঙ্গে একই উপজেলার করিম গাজীর ছেলে লাল চাঁনের বিয়ে হয় ২০০৩ সালে।

বিয়ের এক মাস পর থেকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করতো লাল চাঁন।  এরপর ২০০৫ সালের ৪ ফেব্রয়ারি বেলা তিনটার দিকে যৌতুকের দাবিতে লাল চাঁন ও তার বাবা মুন্নাফ স্ত্রী সালমা বেগমকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই হাসেম আলী বাদী হয়ে সিংগাইর থানায়  মামলা করেন।  

পরে পুলিশ আসামি লাল চাঁন ও বাবা মুন্নাফের বিরুদ্ধে একই বছরের ২৬ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে।  

এদিকে মামলা চলাকালে আসামি মোন্নাফ মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে বিচার শেষে লাল চাঁন মিয়াকে ২০১৭ সালের ৩০ মার্চ মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান  মৃত্যুদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা,অক্টোবর ১১, ২০২২
ইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।