ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ভাইকে হত্যা দায়ে ভাইয়ের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
ভাইকে হত্যা দায়ে ভাইয়ের যাবজ্জীবন প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বড় ভাই আব্দুর রশিদকে হত্যার দায়ে ছোট ভাই দুরুল হোদাকে (৬৪) যাবজ্জীবন কারাদণ্ডে আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ রবিউল ইসলাম একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় দেন।  

নিহত ও দণ্ডিতরা চৌডালা শুক্রবাড়ী গড়িয়াবাজার গ্রামের মৃত উমেদ আলীর ছেলে।

মামলার নথি সূত্রে জানা গেছে, বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলছিল দুই ভাই আব্দুর রশিদ ও দুরুল হোদার মধ্যে। গত ২০১৮ সালের ৪ মার্চ বড় ভাই রশিদ ওই রাস্তায় কাজ করছিলেন। সে সময় কুপিয়ে বড় ভাইকে হত্যা করেন ছোট ভাই দুরুল। এ ঘটনায় ওইদিনই রশিদের স্ত্রী জেলেখা বেগম গোমস্তাপুর থানায় দুরুলকে আসামি করে মামলা দায়ের করেন।  

মামলার তদন্ত কর্মকর্তা ও গোমস্তাপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীন কামাল ২০১৮ সালের ১৫ এপ্রিল দুরুল হোদাকে অভিযুক্ত করে মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।