ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে -ফাইল ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় সজীব হাসান (২৯) নামে একজন পুলিশ কনস্টেবলের (সাময়িক বরখাস্ত) জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।  সোমবার (২১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউসার আলম এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২ বছর আগে পারিবারিকভাবে ৫ লাখ টাকা দেনমোহরে সজীবের সঙ্গে সামান্তার বিয়ে হয়। ২০২১ সালে বন্দর থানায় কর্মরত থাকাকালে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন সজীব। তা না পেয়ে সামান্তাকে মারধর করতেন। এ ঘটনায় ওই বছরের ২৯ ডিসেম্বর সামান্তা বন্দর থানায় একটি যৌতুক মামলা করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পরিদর্শক আসাদুজ্জামান জানান, স্ত্রীর যৌতুক মামলায় সজীব নামে সাময়িক বরখাস্ত পুলিশ সদস্য আদালতে হাজির হলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।