প্রায়ই সন্ধ্যার পার্টিতে কোনোদিন বন্ধুর বাড়িতে আবার কখনো রেস্টুরেন্টে যেতে হয়। এ সময় কীভাবে সাজবেন এটাই তো ভাবছেন? জেনে নিন-
- প্রথমে ব্রাশ দিয়ে এমনভাবে লিকুইড ফাউন্ডেশন মুখে ব্লেন্ড করে দিন যাতে ত্বকের সঙ্গে মিশে যায়।
- এবার একটি পাফ ভিজিয়ে পুরো মুখে প্যানকেক লাগিয়ে নিন। ডার্ক ব্রাউন কালার শ্যাডো দিয়ে কন্টোলিং করে নিন।
- চিক এবং কানের মাঝ বরাবর কন্টোলিং করবেন। সবশেষে ফিনিশিং পাউডার দিয়ে বেইজ সেট করুন।
- চোখে হালকা ব্রাউনিশ আইশ্যাডো দিন। চোখের হাইলাইটসে সিমারি শ্যাডো লাগান।
- এবার চোখে টেনে আইলাইনার দিন। ডার্ক ব্রাউন কালার শ্যাডো দিয়ে আইব্রো শেপ করে নিন।
- চোখের নিচের দিকে একটু কাজল দিতে পারেন। আইল্যাশ লাগিয়ে গাঢ় করে মাশকারা দিন।
- এবার ঠোঁটে স্কিন কালার লিপস্টিক দিন। হালকা একটু গ্লস দিতে পারেন।
- চুলগুলো সামনের দিকে হালকা পাফ করে নিন। পেছনের চুলগুলো পেঁচিয়ে ওপরের দিকে ক্লিপ দিয়ে আটকে নিন। ব্যস, মেকআপ পরিপূর্ণ।
- অবশ্যই প্রত্যেকটি প্রসাধনী যেন ভালো ব্যান্ডের হয় সেদিকে খেয়াল রাখবেন।
কেউ শাড়িতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কেউবা সালোয়ার কামিজে কেউ আবার ওয়েস্টার্ন আউটফিট-যাই পরুন লক্ষ্য রাখুন যেন স্বাচ্ছন্দ্যবোধ করেন ও অনুষ্ঠানের সঙ্গে মানিয়ে যায়।
বেশি গহনা পরার দরকার নেই। পোশাকের সঙ্গে মিলিয়ে কানে ছোট্ট একটি দুল। তবে মিষ্টি ঘ্রাণের সুগন্ধি দিতে একদমই ভুলবেন না যেন।
সুস্থ ও সুন্দর থাকতে বেশি পরিমাণে ভিটামিন এ এবং সি সমৃদ্ধ খাবার খান। প্রতিদিন অন্তত ১০ গ্লাস পানি পান করুন। ত্বক ভেতর থেকে সুস্থ ও সুন্দর থাকবে। মেকআপ করলেও পুরো সৌন্দর্য সবার সামনে ধরা দেবে।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এসআইএস