মাথায় মারাত্মক চুলকানি হলেই বুঝতে হবে যে, মাথায় উকুন হয়েছে। আসলে এই সমস্যা গোটা দুনিয়াতেই দেখা যায়।
লেবু প্রাকৃতিক জীবাণুনাশক, যা উকুন দূর করবে। লেবুর রস বের করে তা সরাসরি মাথায় লাগান। এটি এক ঘণ্টা লাগিয়ে রাখুন। এরপর চিরুনির সাহায্যে উকুন দূর করুন। এ পদ্ধতিটি সপ্তাহে দুইবার ব্যবহার করবেন।
চার কোয়া রসুন থেঁতো করে নিন। লেবুর রসের সঙ্গে রসুনের রস মিশিয়ে মাথায় লাগান। তোয়ালে জড়িয়ে আধা ঘণ্টা রাখুন। তার পর শ্যাম্পু করে নিন।
পেঁয়াজে থাকা সালফার উকুনের যম। ছয়টি মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রস করে নিন। মাথায় লাগিয়ে দুই ঘণ্টা রাখুন। পরে শ্যাম্পু করুন। সপ্তাহে কয়েক বার করতে পারলে উকুন দ্রুত বিদায় নেবে।
ভিনিগারে থাকা অ্যাসেটিক অ্যাসিড উকুনের বিষ। আঙুলে কিছুটা পরিমাণ ভিনিগার নিয়ে মাথার ত্বকে ভালো করে মালিশ করুন। ১০ মিনিট পর প্রথমে পানি দিয়ে, পরে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। টানা দুই মাস সপ্তাহে তিন দিন এটি ব্যবহার করুন উপকার পাবেন।
যা এড়িয়ে চলতে হবে: অন্যের তোয়ালে ব্যবহার করবেন না ও অপরিষ্কার চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন না। স্ক্যাল্প পরিষ্কার রাখুন। নিয়মিত শ্যাম্পু করুন ও চুলের যত্ন নিন। উকুনের সমস্যা মারাত্মক হলে চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
এএটি