চুলের স্বাস্থ্য ভালো রাখতে রুক্ষতা কমাতে পুরো বছরই বেশ যুদ্ধ করতে হয়। আর যুদ্ধ করতে হবে না, এবার রুক্ষতা দূর করুন মাত্র এক মগ কফিতে।
চুল ক্ষতিগ্রস্ত হলে কফি দিয়েই সেই সমস্যা মেটানো যাবে। কফি দিয়ে যেভাবে চুলের যত্ন নেবেন-
চুল পড়া রোধ করে, চুল ঘন ও মসৃণ করে। নতুন চুল গজাতেও সাহায্য করে। চুলের রং হিসেবেও ব্যবহার করতে পারেন কফি। কফি দিয়ে চুল ধুলে তা চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।
প্যাক বানিয়ে ব্যবহার-প্রথমে ২ টেবিল চামচ কফিগুঁড়া ও ১ কাপ পানি নিন। এবার ১ কাপ কফি তৈরি করে তা ঠান্ডা হতে দিন। মাথায় ভালো করে শ্যাম্পু করে মুছে চুল থেকে অতিরিক্ত পানি ঝরিয়ে ফেলুন। এরপর মাথার ত্বকে এবং চুলে ঠান্ডা কফি ঢালুন। পাঁচ মিনিট ম্যাসাজ করুন। আধাঘণ্টা চুল ঢেকে রাখুন একটি তোয়ালে দিয়ে।
এবার হালকা গরম পানি দিয়ে ভালো করে চুল ধুয়ে শুকিয়ে নিন।
দ্রুত ফলাফলের জন্য সপ্তাহে ২-৩ বার এটি করতে পারেন।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
এসআইএস