শীতকালের ত্বকের যত্নে আমরা নির্ভর করি লোশনের ওপর। কিন্তু বাজারে নামী-দামি ব্র্যান্ডের নকল লোশন তৈরি হচ্ছে নোংরা পরিবেশে।
ঝুঁকি না নিয়ে নিজেই তৈরি করে নিন শীতের লোশন। এই লোশন ব্যবহার করেই শীতের রুক্ষতা থেকে ত্বক রক্ষা পাবে। থাকবে কোমল-মসৃণ আর উজ্জ্বল।
যা লাগবে
অলিভ অয়েল আধা কাপ
বিশুদ্ধ মোম দুই টেবিল চামচ
অ্যাসেনশিয়াল অয়েল (ইচ্ছা)
যেভাবে করবেন
পাত্রে মোম এবং অলিভ অয়েল গরম করতে দিন। বলক না আসা পর্যন্ত গরম করুন। পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাসেনশিয়াল অয়েল দিন।
এবার ঠাণ্ডা করে লোশন ভালোভাবে বিট করে করতে হবে। চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তৈরি হয়ে গেলো আপনার শীতের লোশন। হাত-পাসহ পুরো শরীরে ব্যবহার করুন।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
এসআইএ