ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

প্রেমে পড়লে যে ৫ কথা আপনাকে মানতেই হবে

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
প্রেমে পড়লে যে ৫ কথা আপনাকে মানতেই হবে

প্রেম-ভালোবাসতে কোনো অজুহাতের দরকার হয় না। যখন-তখন মনের জানালায় প্রেম উঁকি দিতে পারে।

তাইতো কথায় বলে, প্রেমের কোনো বয়স ও সময় নেই। প্রেমের আবেগে মানুষ অন্ধ হয়ে যায়। বাস্তবতা মেনে নিতে পরে কিন্তু কষ্টও হয়। কিন্তু প্রেমের আবেগ কেটে গেলেতো সেই বাস্তবতা এসে সামনে দাঁড়ায়। প্রেমের আবেগে কেউ কেউ বলে বসেন, তোমাকে ছাড়া থাকতে পারব না! কিন্তু বাস্তবতার মুখোমুখি হয়ে দুইজনকে হয়তো থাকতে হয় অনেক দূরে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এমন কিছু বাস্তবতা আছে, যা মেনে নিলে দীর্ঘমেয়াদে সুখী থাকা যায়। তাহলে জেনে নিন এমন কয়েকটি বাস্তবতা:

ভালোবাসা দিয়ে সব জয় করা যায়

অনেকেই বলেন, ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। কিন্তু বাস্তবতা ভিন্ন। ভালোবাসা দিয়ে সব জয় করা যায়, এটি অতিরঞ্জিত ও বিভ্রান্তিমূলক কথা। এটা বিশ্বাস করাটাও বিপজ্জনক। কারণ, এতে মনে আশাবাদী আলস্য তৈরি হয়। জীবনের বাস্তবতাগুলোকে পাশ কাটানোর জন্য এ কথাটি মেনে নেওয়া। প্রকৃতপক্ষে দাম্পত্য জীবনের সব উত্থান-পতনকে শুধু ভালোবাসা দিয়ে টেকানো যায় না।

শুধু তোমাকে ভালোবেসে জীবন কাটাব

শুধু ভালোবাসা দিয়ে পেট ভরে না। জীবন বাঁচাতে অন্ন, বস্ত্র, অক্সিজেন, পানি আরও কিছু দরকার পড়ে। এগুলো প্রয়োজনীয়তার বিষয় সব সময় মাথার রাখতে হবে। রোমান্টিক সম্পর্কের বাইরেও যে ব্যক্তিগত চাহিদা পূরণের প্রয়োজন হয়, সে ধারণা অবশ্যই থাকবে। মানসিক শান্তি শুধু ভালোবাসায় আসে না, জীবনের বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে পারলেই সুখ আসে।

সত্যিকারের ভালোবাসা শর্তহীন

অনেক সময় দেখা যায়, একে অপরের প্রেমে পাগল জুটি কিছুদিন পরেই ঝগড়াঝাঁটিতে ব্যস্ত। তাদের মধ্যে আর সেই টান নেই। সম্পর্কের সুতোর টান যখন কেটে যায়, তখন শুধু ভালোবাসা দায়ী নয়। একসময় যে সম্পর্ক ছিল, তা অস্বীকার করাও যায় না। সম্পর্ক ভেঙে গেলে আগের ভালোবাসা অর্থহীন হয়ে যায় না। বরং এটা অতীতের কিছু শর্ত বা কিছু বিষয় সামনে আনে। তাই সত্যিকারের ভালোবাসায় অবশ্যই কিছু শর্ত থাকে। যেমন সময়, ক্যারিয়ার, স্বাস্থ্য, চাওয়া-পাওয়ার মতো অনেক বিষয়। বাস্তবতার এ শর্তগুলো মেনে নেওয়া ভালো।

সঠিক মানুষকে ভালোবাসলে সবকিছু সহজ হয়

জীবন কখনো সহজ নয়। সম্পর্কের শুরুতে সবকিছু ভালোবাসার ঘোরে সহজ মনে হতে পারে। তবে ঘোর কেটে গেলে অনেক বাস্তবতা সামনে এসে দাঁড়ায়। সম্পর্ক টিকিয়ে রাখতে দুইজনকেই অনেক চেষ্টা চালাতে হয়, অনেক ছাড় দিতে হয়। দু’জনের মধ্যে যতই বোঝাপড়া থাক, কঠিন সময়ে পরস্পরের হাত যেন না ছুটে যায়, সেজন্য সবসময় চেষ্টা করতে হয়। সঠিক মানুষটিও অনেক সময় বেঠিক হতে পারে। তাই বন্ধন যেন না ছেঁড়ে, সেই প্রচেষ্টা থাকা প্রয়োজন।

মানুষ পরিবর্তন হয় না

যারা ভাবেন, আমার আপন মানুষটা কখনো বদলাবে না। একই রকম থাকবে। তারা ভুল ভাবেন। প্রতিটি মানুষ পরিবর্তনশীল। এ সত্য যতটা মেনে নেবেন, সম্পর্কের জন্য ততটাই ভালো। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পরিবর্তন হতে থাকে। সম্পর্ক টেকাতে দু’জনকেই পরিবর্তনের সঙ্গী হতে হয়। যদি দু’জনের তাল কেটে যায়, তবে একসঙ্গে চলা মুশকিল হয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।