ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

যত্নে থাকুক ওভেন, কাজে লাগবে দীর্ঘদিন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
যত্নে থাকুক ওভেন, কাজে লাগবে দীর্ঘদিন

শীতের দিনে জীবন সহজ করতে সব থেকে উপকারি হচ্ছে ওভেনটি। ঘরের মাইক্রোওয়েভ ওভেন থাকলে অনেক কাজ সহজ হযে যায়।

রান্না করা বা খাবার গরম করার জন্য ওভেনটি ব্যবহারের সময় কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। যেমন:  
• অবশ্যই ভালো মানের মাল্টিপ্লাগ ব্যবহার করতে হবে 
• ভোল্টেজ ওঠা-নামা করলে ওভেনটি নষ্ট হয়ে যেতে পারে তাই ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করুন 
• ওভেন সব সময় কাঠের টেবিলের ওপর রাখবেন
• ওভেনপ্রুফ পাত্র ব্যবহার করতে হবে।
•  কখনোই ধাতব বাসন (মেটাল) ওভেনের ভেতর দেবেন না
• ওভেন থেকে পাত্র বের করার সময় হাতে গ্লাভস পরে নেবেন 
• খাবার তৈরির সময় নির্ধারণে সতর্ক থাকুন।  
• প্রথমে কম সময় দিন, প্রয়োজনে আবার কিছু সময় বাড়িয়ে দেবেন 
• কাজ শেষ হলে ওভেনের সু্ইচ বন্ধ করে দিন 
• সব সময় ওভেনের ভেতরটা পরিষ্কার রাখুন 
• সপ্তাহে একদিন ট্রে বের করে নিন। তারপর সাবান গোলানো পানিতে স্পঞ্জ বা সুতি কাপড় দিয়ে মুছে পরিষ্কার করুন।
• ওভেনের ভেতরে দুর্গন্ধ হয়ে গেলে এক কাপ পানিতে এক চা চামচ লেবুর রস মিশিয়ে এক মিনিট উচ্চতাপে গরম করে এবার শুকনো কাপড় দিয়ে মুছে নিন।

ওভেনের ব্যবহার করার সময় নির্দেশিকা মেনে চলুন।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।