ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

লাইফস্টাইল

লিফটে আয়না কেন থাকে! 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
লিফটে আয়না কেন থাকে! 

শ্বেতা প্রতিদিন সকালে বাড়ি থেকে তৈরি হয়ে অফিসে যাওয়ার সময় লিফটে উঠেই প্রথমে দেখে নেয়, সাজটা ঠিক আছে কিনা, ড্রেসটা মানিয়েছে তো, এরপর অফিসে এসেও সাত তলায় লিফটে ওঠার সময়ও আয়নায় নিজেকে দেখতেই সময় শেষ।  

প্রায় সব লিফটেই আয়না দেয়া থাকে।

এটা কি শুধু সাজ-গোজ আর শাড়ির ভাঁজ ঠিক করতেই দেয়া হয়, নাকি অন্য কোনো কারণও আছে? কখনো নিশ্চয় মনে প্রশ্নটা এসেছে, আসুন উত্তরটা জেনে রাখি: 

অনেকে বলেন, লিফটে আয়না লাগিয়ে যাত্রী বা আরোহীদের মনটাকে একটু ব্যস্ত রাখা।  

কারণ ওপরের দিকে ওঠাটা সব সময়ই শরীরের পক্ষে অস্বস্তিকর।  
বদ্ধ জায়গায় অনেকেরই দম-বন্ধ লাগে , একে ক্লাসট্রো ফোবিয়া বলে। এমন হলে ছোট জায়গায় থাকতে ভয় হয়, তাদের ভয় লাগে তারা বোধহয় জায়গাটা ছেড়ে আর বের হতে পারবেন না।  

ফলে আয়না লাগালে স্বাভাবিকভাবেই মনে হয় জায়গাটা অনেকটা বেড়েছে।  

লিফটের ভেতর যাত্রীরা কিছুই করতে পারেন না, বোর হন, ভয়ও পান। এসব সমস্যা থেকে মুক্তি দিয়ে লিফটের সময়টা যাত্রীকে ব্যস্ত রাখতেই লিফটে লাগানো হল আয়না।  

লিফট ব্যবহারের সময় ছোট কিছু বিষয়-
• লিফটে ওঠার জন্য তাড়াহুড়া করবেন না। লাইন করে লিফটে উঠুন এবং নামুন 
• কোনো কারণে লিফট মাঝপথে আটকে গেলে উদ্বিগ্ন না হয়ে ধৈর্য ধরে অপেক্ষা করুন। ইমারজেন্সি বাটন চাপুন 
• হাসপাতালের লিফটে আগে রোগীকে উঠতে দিন 
• লিফটে উচ্চ শব্দে কথা বলা থেকে বিরত থাকুন।  
• লিফটে আয়নায় নিজেকে এমনভাবে দেখা যাবে না, যাতে করে সবার মনোযোগ আপনার দিকে চলে আসে।  

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।