ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আনাজ কেটে হাতে পড়ছে কালচে দাগ?

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
আনাজ কেটে হাতে পড়ছে কালচে দাগ?

কাঁচ কলা, মোচা, আলুর মতো কিছু সবজি কাটলে হাতের আঙুলে ও তালুতে দাগ হয়ে যায়। সেই দাগ সহজে উঠতেও চায় না।

তবে দাগ তোলার কিছু ঘরোয়া টোটকার কথা জেনে নিলে আনাজ কাটতে আর ভয় করবে না।  

* কাঁটা দিয়ে কাঁটা তোলার মতোই সবজি দিয়ে সবজির দাগ তুলুন। বিট কাটলে হাতের তালু রক্তবর্ণ হয়ে যায়। আবার কলার মোচা কাটলে কষ লেগে হাত কালো হয়ে যায়। দাগ শুকিয়ে যাওয়ার আগে হাতে আলু ঘষে নিলে পরিষ্কার হয়ে যাবে। আলুর রসে থাকা স্টার্চ দাগ পরিষ্কার করে দেয়।

* বাড়িতে বেকিং সোডা আছে? তা হলে নির্ভয়ে বিট, মোচা, কাঁচ কলা কাটতে পারেন। হাতের তালুতে দাগ লেগে গেলেও চিন্তা নেই। বেকিং সোডার গুণে দাগ দূর হবে সহজে। গরম পানিতে কয়েক চামচ বেকিং সোডা মিশিয়ে হাত ডুবিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। হাতের দাগ একেবারে চলে যাবে।

* দাগ যতই জেদি হোক, লবণের কাছে হার মানতেই হবে। কঠিন দাগ তুলতে কাজে আসতে পারে লবণ। দুই হাতের তালুতে লবণ মেখে ঘষে কিছুক্ষণ অপেক্ষা করে হাত ধুয়ে নিন। গরম পানিতে হাত ধুয়ে নিতে পারলে ভালো।

* সবার বাসায় লেবু থাকেই। বিটের রস, মোচার কষ কিংবা অন্য যেকোনো দাগ তুলতে লেবু ব্যবহার করতে পারেন। লেবু টুকরো করে কেটে হাতের তালুতে ঘষে নিন। রসে থাকা অ্যাসিড যেকোনো দাগ দূর করতে সিদ্ধহস্ত।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।