ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

পূজায় লা রিভ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
পূজায় লা রিভ 

ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ শরতের উজ্জ্বল রঙ ও ভিন্নধর্মী ডিজাইনে সাজিয়েছে পূজার কালেকশন।  

ফ্যাশনের আধুনিক ট্রেন্ড ও ঐতিহ্যবাহী উৎসবের আমেজে সমন্বয় করেছে হাউসটি।

 

লা রিভের পূজা ২০২৪ কালেকশনে নারী-পুরুষ, টিন, কিডস ও নিউবর্ন– সবার জন্য পোশাক ডিজাইন করা হয়েছে।  

নারীদের জন্য মিড, লং ও শ্রাগ-স্টাইল টিউনিক, কামিজ, সালোয়ার কামিজ, শ্রাগ, ম্যাচিং টপস, স্কার্ট ও ম্যাচিং বটমস ডিজাইন করা হয়েছে। পার্টি ও অন্যান্য অকেশনে পরার জন্য এক্সক্লুসিভ মসলিন, হাফসিল্ক ও কটন শাড়ি ডিজাইন করা হয়েছে।  

পুরুষের জন্য এক্সক্লুসিভ আর্টসিল্ক পাঞ্জাবি, টুইন-ফিটেড কটন ও ভিসকোস পাঞ্জাবি, ক্লাসিক পাজামা ও স্মার্টফিট পাজামা প্যান্টস, ফুল-স্লিভ শার্ট, টিশার্ট ও পোলো শার্ট বাছাই করেছে লা রিভ।  

এছাড়া বাবা-মায়ের সঙ্গে ম্যাচিং করে পরার পোশাক পাওয়া যাবে কিডস ও টিন কালেকশনে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।