বাঙালি নারীর সাজে পূর্ণতা আসে কপালের একটি ছোট্ট টিপে। কিন্তু কোন আকারের টিপ আপনার মুখের সঙ্গে সবচেয়ে সুন্দর মানাবে, তা জানেন কি?
জেনে নিন-
• মুখ ডিমের গড়ন হলে লম্বা টিপ পরতে পারেন
• মুখের আকৃতি ছোট, তারা অতিরিক্ত লম্বা টিপ না পরলেই ভালো করবেন
• পানপাতার মতো মুখ হলে যেকোনো আকারের ও আয়তনের টিপ বাছতে পারেন
• তবে যাদের কপালটা একটু বেশিই বড়, তারা অতিরিক্ত বড় টিপ পরবেন না, তাতে কপালের দিকেই বেশি চোখ যাবে
• মুখ যদি চারকোনা আকৃতির হয়, তা হলে মাঝারি আকারের গোল টিপ বেছে নিন
• শাড়ি বা সালোয়ার কামিজ হোক বা ওয়েস্টার্ন পোশাক এবং মোটামুটি সবার মুখের সঙ্গেই মানায় ছোট একটি গোল টিপ।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এসআইএস