চেহারায় নতুনত্ব আনতে ফ্যাশন-সচেতন নারীরা হরহামেশাই চুলের কাটে ও সাজের ধরনে পরিবর্তন আনেন। তারা চাইলে দুই চোখের ভ্রুর আকৃতিতেও পরিবর্তন আনা যেতে পারে।
* মুখের গড়ন অনুযায়ী ভ্রুর শেপ রাখুন, যেন মানিয়ে যায়। যদি বুঝতে না পারেন, ভ্রুর শেপ কেমন হবে, তাহলে বিউটি এক্সপার্টের পরামর্শ নিন।
* পার্লারে গিয়ে প্লাক করলে চেষ্টা করুন একজনের হাতে করাতে। এতে শেপ ঠিক থাকবে, প্লাক করার পর ময়েশ্চারাইজার ক্রিম দিয়ে কয়েক মিনিট মাসাজ করে নিন।
* অনেকেরই ভ্রু প্লাক করলে অ্যালার্জির হয়, ভ্রুর চারপাশে লাল হয়ে যায়, র্যাশ বের হয়। তারা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। বেশি সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
* প্লাক করার সঙ্গে সঙ্গে মেকআপ করবেন না, এতে সংক্রমণের ঝুঁকি থাকে।
* ভ্রু চোখের পাশেই থাকে। এটি খুবই স্পর্শকাতর জায়গা তাই খুব ঘন ঘন প্লাক না করাই ভালো। মাসে একবার করতে পারেন, তার বেশি নয়।
* কোনো উৎসব বা উপলক্ষ সামনে রেখে ভ্রু প্লাক করতে হলে দুই-তিন দিন আগেই করে নিন।
* ভ্রু ঘন করতে চাইলে অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, ভিটামিন ‘ই’ অয়েল বা পেট্রোলিয়াম জেলি দিয়ে প্রতিদিন আলতো করে মিনিট পাঁচেক মাসাজ করুন।
* ভ্রু সম্পূর্ণ গজানো ছাড়া প্লাক না করাই ভালো। মাসে একবার ভ্রু প্লাক করুন। তা হলে আপনার ভ্রুয়ের আকৃতি নষ্ট হবে না। অবশ্য অনেকের ভ্রু দ্রুত গজায়। সেই ক্ষেত্রে চিমটা দিয়ে নিজেই কিছুটা প্লাক করতে পারেন। পরে সম্পূর্ণ ভ্রু গজালে পার্ল্লারে গিয়ে দক্ষ বিউটিশিয়ান দিয়ে প্লাক করে নিন।
* যারা ভ্রু প্লাক করার সময় ব্যথা পান। তারা সঙ্গে রাখতে পারেন আইস ব্যাগ অথবা গ্রিন টি। ফ্রিজের মধ্যে রেখে দিয়ে সেটি ভুরু প্লাক করার সময় ব্যবহার করতে পারেন। এতে কিছুটা হলেও ব্যথা কমবে। এতে জ্বালা ভাব, ত্বক লাল হয়ে যাওয়ার মতো সমস্যাও থাকবে না।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
এএটি