ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

সন্তানে পিতার বংশানুক্রমিক প্রভাব অনেক বেশি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৫, ডিসেম্বর ২৭, ২০১০
সন্তানে পিতার বংশানুক্রমিক প্রভাব অনেক বেশি

পিতা-পুত্রের সম্পর্ক অকৃত্রিম। আর তারই ধারাবাহিকতায় পিতার খাদ্যাভ্যাস, জীবনযাপন প্রণালী সব কিছুর প্রভাব পড়ে তার সন্তানের ওপর।

জিনের পুনর্গঠনের কারণেই এমনটি ঘটে থাকে বলে সম্প্রতি এক গবেষণায় বেরিয়ে এসেছে।  

দিমেডগুরু নামের একটি পত্রিকায় বলা হয়েছে, ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুল এবং অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণার ফলাফলে এ তথ্য বেরিয়ে এসেছে। গবেষকরা দেখেছেন, পিতার খাদ্যাভ্যাসের প্রভাব পরবর্তী প্রজন্মে সন্তানদের ওপর বিস্তার লাভ করে।     

গবেষণায় আরও দেখা যায়, পিতার বিভিন্ন রোগ যেমন, ডায়বেটিস এবং হৃদরোগের মতো কঠিন রোগও সন্তানদের মধ্যে সংক্রমিত হতে পারে। আগে যেমন বিশ্বাস করা হতো তার চেয়েও অনেক বেশি প্রভাব সন্তানের ওপর পিতার। বৈজ্ঞানিক গবেষণায় এমনটাই দেখা যাচ্ছে।


সূত্র : এএফপি

বাংলাদেশ সময় ১৮০০, ডিসেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।