ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আকাঙ্ক্ষা’স গ্লামার ওয়ার্ল্ড-এ ব্রাইডাল প্যাকেজ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১২
আকাঙ্ক্ষা’স গ্লামার ওয়ার্ল্ড-এ ব্রাইডাল প্যাকেজ

আকাঙ্ক্ষা’স গ্লামার ওয়ার্ল্ড দিচ্ছে ব্রাইডালের স্পেশাল প্যাকেজ অফার। বিয়ের জন্য বৌয়ের শাড়ি-গহনা কেনাটাকা যেমন জরুরি সাজটাও সুন্দর হতে হবে।

গায়ে হলুদ, বৌভাত ও বিয়ে এই তিনটি অনুষ্ঠারে জন্য এ্যরোমা থেরাপিষ্ট জুলিয়া আজাদ অভিনব আঙ্গিকে সাজিয়েছে এবারের ব্রাইডাল পাকেজ। এখানে অভিজ্ঞ প্রোপেশনার মেকাপ আটিস-এর তত্বাবধানে খুব যতœ সহকারে বৌ সাজানো হয়।

গায়ে হলুদ, বৌভাত ও বিয়ে এই তিনটি সাজ একত্রে গ্রহণ করলে পাওয়া যাবে বিশেষ ছাড়।

এছাড়াও এবারের ব্রাইডাল অফারের মধ্যে থাকছে বৌ সাজের পূর্ববর্তী সাজগুলো যেমনÑমেনিকিউর, প্যাডিকিউর, ফেসিয়াল ও হেয়ার স্পা একদম ফ্রি।

অথবা বৌ-এর সঙ্গে আসা একজনকে দেয়া হবে ফ্রি সাজ। এ অফার চলবে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ব্রাইডাল প্যাকেজের বুকিং নেয়া চলছে। যোগাযোগ : প্রধান কার্যালয়Ñ ৩৭৫ ডি আই টি রোড, পূর্ব রামপুরা (টিভি সেন্টারে দক্ষিণ পার্শ্বে), এবং ২৫৫ ডি আই টি রোড, পশ্চিম রামপুরা (রামপুরা বাজারের পাশে), ঢাকা।

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।