ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

লন্ডন ও জেনেভায় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১০

প্রথমবারের মতো লন্ডন ও জেনেভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের  মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব। ১৭ থেকে ২১ জুলাই লন্ডনে এবং ২৪ জুলাই জেনেভায় (সুইজারল্যান্ড) এই উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের সাতটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশে সরকারের পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস। লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এই উৎসবের আয়োজক রেইবো ফিল্ম সোসাইটি।


উৎসবে প্রদর্শিত হবে হুমায়ূন আহমেদের আগুনের পরশমণি এবং শ্যামল ছায়া, চাষী নজরুল ইসলামের মেঘের পরে মেঘ এবং ধ্রুবতারা, তৌকীর আহমেদের জয়যাত্রা, নাসির উদ্দিন ইউসুফের একাত্তরের যীশু এবং মোরশেদুল ইসলামের খেলাঘর। ছবিগুলোর প্রযোজনা ও বিশ্বপরিবেশনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই।

বাংলাদেশ স্থানীয় সময় ২২৪০, জুলাই ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।