ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বাংলাদেশের ৩ নাট্যদলের ৫ নাটক

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১০

প্রতিবারের মতো এবারও কলকাতার অনীক নাট্যদল আয়োজন করছে গঙ্গা-যমুনা নাট্য উৎসব। ভারতের বিভিন্ন খ্যাতিমান নাট্যদলের নাটকের পাশাপাশি উৎসবের অন্যতম আকর্ষণ বাংলাদেশের নাটক।

২৪ ডিসেম্বর শুক্রবার থেকে শুরু হওয়া এ উৎসবে বাংলাদেশের  তিনটি নাট্যদল মঞ্চস্থ করবে পাঁচটি নাটক। আট দিনব্যাপী এ  উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ থেকে এবার উৎসবে যোগ দিচ্ছে নাগরিক নাট্যাঙ্গন, মহাকাল নাট্যসম্প্রদায় ও সময় নাট্যদল।

উৎসবে সময় নাট্যদল ২৭ ডিসেম্বর সন্ধ্যায় কলকাতার একাডেমি মিলনায়তনে প্রদর্শন করবে নাটক ‘শেষ সংলাপ’।   একই দল ২৯ ডিসেম্বর শরৎসদন মিলনায়তনে পরিবেশন করবে নাটক ‘ভাগের মানুষ’।

মহাকাল নাট্যসম্প্রদায় ২৫ ডিসেম্বর মিনার্ভা থিয়েটার হলে মঞ্চস্থ করবে নাটক ‘শিখন্ডীকথা’। এ নাটকেরই আরেকটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর শরৎসদন মিলনায়তনে।

নাগরিক নাট্যাঙ্গন দুটি নাটকের তিনটি প্রদর্শনী করবে। ‘প্রাগৈতিহাসিক’ নাটকের প্রথম প্রদর্শনী হবে ২৮ ডিসেম্বর মিনার্ভা থিয়েটার হলে ও দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর শরৎসদন মিলনায়তনে। ২৯ ডিসেম্বর একাডেমি অব ফাইন আর্টস মিলনায়তনে নাগরিক নাট্যাঙ্গন মঞ্চস্থ করবে নাটক ‘সেইসব দিনগুলো’।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫২০, ডিসেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।