ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বৈশাখীতে ‘শাহরুখ এক্সকুসিভ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

কদিন আগে ঢাকা ঘুরে গেলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। নাচ-গান আর কথায় মাত করেছেন বাংলাদেশের দর্শকদের।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছিল বৈশাখী টেলিভিশন।

টেলিভিশনের পর্দায় দর্শকরা দেখেছেন শাহরুখ খান, রানী মুখার্জি, অর্জুন রামপালদের মনোমুগ্ধকর পারফরমেন্স। কিন্তু তাদের ঢাকায় আসা, অনুষ্ঠান এবং ফিরে যাওয়ার মাঝখানে পর্দার অন্তরালেও আছে অনেক কৌতূহলকর ঘটনা। আর পর্দার বাইরে বৈশাখীর সঙ্গে অন্তরঙ্গ কথা বলেছেন শাহরুখ ও তার দলের সদস্যরা।

শাহরুখ খান লাইভ অনুষ্ঠানের অন্তরালের নানা ঘটনা নিয়েই বৈশাখী তৈরি করেছে বিশেষ অনুষ্ঠান ‘শাহরুখ এক্সকসিভ’। ২৫ ডিসেম্বর শনিবার রাত ৮টায় বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে অনুষ্ঠানটি। পলাশ মাহবুবের গ্রন্থনা ও ফারহানা নিশোর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এম আর তুমুল খান।

বাংলাদেশ সময় ২১৪৫, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।