ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বছরের শেষ দিন ঢালিউডে দুই ছবি

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১০

ঢালিউডে এখন চলছে নতুন ছবির খরা। ইদানীং আগের মতো আর প্রতি সপ্তাহে নতুন ছবি মুক্তি পাচ্ছে না।

তবে এবার বছরের শেষ দিনে একসঙ্গে মুক্তি পাচ্ছে দুই ছবি ‘এভাবেই ভালবাসা হয়’ আর ‘প্রেম বিষাদ’।

মুক্তির আগেই আলোচিত ছবি ‘এভাবেই ভালবাসা হয়’। এ ছবিতে জনপ্রিয় নায়িকা শাবনূরের বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে সুদর্শন গায়ক এসডি রুবেলকে। এটি রুবেল অভিনীত প্রথম ছবি। মনতাজুর রহমান আকবর পরিচালিত পরিচ্ছন্ন প্রেমের এ ছবিতে  অভিনয়ে আরো আছেন ক্ষুদে-তারকা দীঘি, নেহা, মিশা সওদাগর, কাবিলা, নাসরিন ও অনেকে।

ছবিটি প্রযোজনায় রয়েছে যৌথভাবে ফেয়ার টিউন ও চতুরঙ্গ চলচ্চিত্র। গায়ক থেকে নায়ক হতে পেরে ভীষণ আনন্দিত এবং উচ্ছ্বসিত এসডি রুবেল। বাংলানিউজকে তিনি বলেন, গান আর অভিনয় দুটো নিয়েই আমি এগিয়ে যেতে চাই। এজন্য সবার দোয়া ও ভালোবাসা চাই। আমার বিশ্বাস ছবিটি দর্শকদের ভালো লাগবে। আর এই ভালো লাগার ওপরই নির্ভর করছে আগামীতে চলচ্চিত্রে নিয়মিত হব কিনা।

‘এভাবেই ভালবাসা হয়’ ছবিটির পাশাপাশি ৩১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ফিরোজ বাবু পরিচালিত ছবি ‘প্রেম বিষাদ’। সম্ভাবনাময় নায়ক আরজু অভিনীত এটি তৃতীয় ছবি। আরজুর সঙ্গে এ ছবিতে জুটি বেঁধেছেন নবীন নায়িকা প্রিয়াঙ্কা। ছবিতে আরো অভিনয় করেছেন আরিফুল হক, সুজাতা, ডন, সাদেক বাচ্চু ও অনেকে। জানা গেছে, ‘প্রেম বিষাদ’ ছবিটি দেখে সেন্সর বোর্ডের সদস্যরা বেশ প্রশংসা করেছেন। নায়ক আরজু ছবিটি নিয়ে ভীষণ আশাবাদী। বাংলানিউজকে তিনি বলেন, প্রেম ও বিষাদ দুই স্বাদই ছবিটির মাঝে আছে। ছবিটিতে আছে সুন্দর একটি গল্প, যা দর্শকদের হৃদয় স্পর্শ করবে। ছবির গানগুলোও বেশ সুন্দর। পুরো ছবিটিই চিত্রায়িত হয়েছে আকর্ষণীয় লোকেশনে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬১০, ডিসেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।