ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এ বছরের সেরা হাস্যরসাত্মক ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

প্রত্যাশার সীমা ছাড়িয়ে যায় এমন চলচ্চিত্র সাধারণত কমই তৈরি হয়। এ বছর এমন ছবির পরিমাণ বেশ কম হলেও দর্শকের জন্য দু-একটি চমক আছে।



তাই এ বছরের সেরা হাস্যরসাত্মক ছবি কোনটি এ নিয়ে প্রশ্ন জাগতেই পারে। আর অবাক হওয়ার মতোই ঘটনা ঘটেছে এবার। কেননা, বছরের সেরা হাস্যরসাত্মক চলচ্চিত্রের তালিকায় এবার শীর্ষস্থান দখল করেছে একটি অ্যনিমেশন ছবি। নাম ‘মেগামাইন্ড’।

অনেকের মনে হতে পারে ‘ডিসপিক্যাবল মি’ ছবিটি এ বছরের সেরা। কিন্তু টম ম্যাকগ্র্যাথ পরিচালিত ‘মেগামাইন্ড’ আগের ছবিটিকেও হার মানিয়েছে। কারণ ‘মেগামাইন্ড’ আরো বেশি মজাদার, স্পর্শকাতর এবং বৃদ্ধিদৃপ্ত।

এই ছবিটিতে কণ্ঠ দিয়েছেন উইল ফেরেল, টিনা ফে, ব্রাড পিট, ডেভিড ক্রস এবং জোনাহ হিল।

‘মেগামাইন্ড’-এর সঙ্গে হাডাহাড্ডি লড়াই হয়েছে আরেকটি অ্যানিমেশন ছবি ‘মেট্রোম্যান’-এর। দুটি ছবিতেই দেখা যায় এলিয়েনের উপস্থিতি। এরা তাদের বিশেষ ক্ষমতাবলে তাদের মৃতপ্রায় গ্রহ থেকে চলে আসতে সক্ষম হয়।

তবে ‘মেট্রোম্যান’-এ রয়েছে সুপারম্যান ধরনের দৈহিক শক্তির প্রদর্শনী আর ‘মেগামাইন্ড’-এ রয়েছে কৌশলের খেলা।

তাই এসব বিচারে ‘মেগামাইন্ড’ এ বছরের সেরা হাস্যরসাত্মক ও বুদ্ধিদৃপ্ত ছবি।

সূত্র : আইএএনএস

বাংলাদেশ স্থানীয় সময় ১৬৫৬, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।