ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

চব্বিশের বান্ধবীকে আংটি পরালেন চুরাশির হেফনার

আহমেদ জুয়েল, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০

ঢাকা: বয়সে ৬০ বছরের ছোট মেয়েবন্ধু ক্রিস্টাল হ্যারিসের আঙুলে বাগদানের আংটি পরালেন প্লেবয় ম্যাগাজিন প্রতিষ্ঠাতা হিউ হেফনার।

২৬ ডিসেম্বর টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে তিনি এই এনগেজমেন্টের ঘোষণা দেন।



টুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘হ্যাঁ, ক্রিস্টালের আঙুলে যে আংটি আমি পরিয়েছি, তা বাগদানের। এ বিষয়ে আমি লুকোচুরি করতে চাই না। সবাইকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা। ’

প্লেবয় সম্পাদক হেফনার আরও লেখেন, ‘যখন আমি ক্রিস্টালের আঙুলে আংটি পরিয়ে দিই তখন সে আনন্দে কেঁদে ফেলে। এটা আমার জীবনে স্মরণকালের আনন্দময় ক্রিসমাস। ’

ক্রিস্টাল হ্যারিস সাবেক প্লেমেট ও হেফনারের বান্ধবী। তার বয়স ২৪। অন্যদিকে হেফনারের বয়স ৮৪।

ক্রিস্টালকে বিয়ে করলে এটা হবে হেফনারের তৃতীয় বিয়ে। তার দ্বিতীয় স্ত্রী ছিলেন সাবেক প্লেমেট কিম্বার্লি কনরাড। ২০০৯ সালের মার্চে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। ১৯৯৮ সাল থেকেই তারা পৃথকভাবে বাস করছিলেন।

হেফনারের প্রথম স্ত্রী ছিলেন মিলড্রেড উইলিয়ামস। ১৯৫৯ সালে তালাকের মধ্য দিয়ে তাদের দাম্পত্যের সমাপ্তি ঘটে।

বাংলাদেশ সময় : ০২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।