ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

হয়ে গেল ঢাকা ফ্যাশন উইক ২০১১

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুন ১৯, ২০১১

অনুষ্ঠিত হলো, এ সময়ে দেশের সব চেয়ে আলোচিত, আড়ম্বরপূর্ণ ফ্যাশন ইভেন্ট ‘ঢাকা ফ্যাশন উইক ২০১১’। ১৮ জুন চার দিনব্যাপী ফ্যাশন উইকের শো শেষ হয়।

এই দিন রাজধানীর ওয়েস্টিন হোটেলে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চোখ ধাঁধানো ফ্যাশন শো প্রদর্শন করা হয়।

চার দিনের অনুষ্ঠানে মোট ৫০ টি ফ্যাশন শো প্রদর্শীত হয়। বাংলাদেশের ফ্যাশন আইকন, ডিজাইনার এবং মডেল ছাড়াও বিশ্বের বেশ কয়েকটি দেশের ফ্যাশন বোদ্ধারা উপস্থিত থেকে ঢাকা ফ্যাশন উইককে আরও সমৃদ্ধ করেছে।

এবারের ফ্যাশন উইকের স্লোগান ছিলো-‘আ সেলিব্রেশন অব সাইট’। ফ্যাশন শো তে দেশ বিদেশের নাম করা ডিজাইনারদের দৃষ্টিনন্দন পোশাক প্রদর্শন করা হয়।

ঢাকা ফ্যাশন উইক, চাইল্ড সাইট ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে শিশু অন্ধত্ব রোধে সচেতনতা বাড়াতে শো এর মাধ্যমে ক্যাম্পেইন পরিচালনা করেছে।

ঢাকা ফ্যাশন উইক ২০১১ এর হসপিটালিটি পার্টনার ছিল দি ওয়েস্টিন ঢাকা এবং মিডিয়া পার্টনার ছিল নিউ এইজ, ক্যানভাস, দিয়া এশিয়ানা, টিভি পার্টনার ইটিভি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।