ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সুস্থ হয়ে উঠছেন সুচিত্রা সেন

কলকাতা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, জুলাই ২, ২০১০

কলকাতা: বাংলা সিনেমার মহানায়িকা সুচিত্রা সেন সুস্থ হয়ে উঠছেন। শুক্রবার বিকেলে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন আগের চেয়ে ঢের ভালো আছেন।



গত আটদিন ধরে কলকাতার বেলভিউ কিনিকের আইসিইউতে ভর্তি আছেন তিনি।

মেডিকেল বোর্ডের প্রধান সুব্রত মৈত্র বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘তার শারিরীক অবস্থার উন্নতি হচ্ছে। নেবুলাইজেশন ও ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে তাকে। স্যালাইন ও অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেওয়া হয়েছে। তাকে হালকা খাবারও দেওয়া হয়েছে। ’

তবে শ্বাসকষ্ট থাকায় এখনো তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বেলভিউ কিনিকের একটি সূত্র।

কিনিকের অপর একটি সূত্রে জানা গেছে, মহানায়িকা কিছুটা সুস্থবোধ করায় শুক্রবার তার প্রিয় ওয়েস্টার্ন স্যুপ ও চাইনিজ খাবার খেতে চেয়েছেন। কিন্তু ডায়েটেশিয়ানের নিষেধ থাকায় তাকে তা দেওয়া হয়নি। তাকে ভিটামিন সিরাপ খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

প্রায় ৮০ বছরে পা দেওয়া মহানায়িকা অসুস্থ হলে প্রথমে তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে বেলভিউতে ভর্তি করা হয়।

প্রতিবরর মতো এবারও তার সঙ্গে সাংবাদিকদের দেখা করার অনুমতি নেই।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।