ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মিলি এবার কইতরী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০

গ্রাম থিয়েটারের প্রযোজনায় বহুল প্রদর্শিত পথনাটক ‘বাসন’। নাটকটির রচয়িতা প্রয়াত নাট্য-ব্যক্তিত্ব ড. সেলিম আল দীন।

এ নাটকে ব্রিটিশ বিরোধী ফরায়েজী আন্দোলনের ঘটনা  তুলে ধরা হয়েছে। সম্প্রতি ‘বাসন’ পথনাটকটি টিভিনাটকে রূপান্তর করা হয়েছে। নাটকের অন্যতম প্রধান চরিত্র কইতরীর ভূমিকায় অভিনয় করেছেন ফারহানা মিলি। চরিত্রটি গ্রামবাংলার এক নির্যাতিত ও প্রতিবাদী নারীর। বর্গাচাষীদের ওপর জমিদারের শোষনের বিষয়টি উঠে এসেছে নাটকের কাহিনীতে। সাভারের ধামরাই ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় এক ঘন্টার এই নাটকের শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নাটকে জমিদারের চরিত্রে অভিনয় করেছেন পীযূষ বন্দোপাধ্যায়। আরো অভিনয় করেছেন ফারুক আহমেদ, সৌরভ, ইমরান, বৈদ্যনাথ। নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন যৌথভাবে মেহেদী হাসান সজীব ও মুরাদ আহমেদ। বাসন নাটকে অভিনয় প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, শ্রদ্ধেয় সেলিম আল দীন স্যারের তৈরি করা একটি চরিত্রে অভিনয় করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।   ঐতিহাসিক নাটকে কাজ করার অভিজ্ঞতা আমার এই প্রথম । আমি চেষ্টা করেছি কইতরী চরিত্রটিকে যতোটা সম্ভব হৃদয়স্পর্শী করে তোলার। বিচারের ভার দর্শকদের কাছে। তবে আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালো লাগবে। ‘বাসন’ নাটকটি ড. সেলিম আল দীনের জন্মবার্ষিকীতে প্রচারিত হবে এনটিভিতে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।