ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নাট্যালয়ের তিন দিনব্যাপী উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১০
নাট্যালয়ের তিন দিনব্যাপী উৎসব

নাটকের দল ‘নাট্যালয়’ তাদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যোৎসবের।

২১ জুলাই বুধবার থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মূল মঞ্চে শুরু হচ্ছে এ উৎসব।

উদ্বোধনী অনুষ্ঠান সন্ধ্যা ৬টায় শুরু হলেও নাটক শুরু হবে প্রতিদিন সন্ধ্যা সোয়া ৭টায়।

‘ফিরিয়ে দাও মুক্ত স্রোতধারা’ স্লোগানকে মূলমন্ত্র ধরে সামনে এগিয়ে চলছে দলটি। তিন বছরের এই বন্ধুর পথচলায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ তাদের অন্যতম সঞ্চয়। ২১ জুলাই মঞ্চস্থ হবে নাট্যালয়ের প্রযোজনা ‘ডাকঘর’। নাটকটি নির্দেশনা দিয়েছেন মির্জা আবদুর রাজ্জাক।

উৎসবের দ্বিতীয় দিন ২২ জুলাই বৃহস্পতিবার একই মঞ্চে মঞ্চস্থ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নিজস্ব প্রযোজনা ‘শপথ’। রচনা নাট্যজন আবদুল্লাহ আল মামুন এবং নির্দেশনা আরিফ হায়দার।

উৎসবের শেষ দিন ২৩ জুলাই শুক্রবার মঞ্চস্থ হবে ত্রিপুরা রাজ্যের ‘শুভম নাট্যচক্রে’র নাটক ‘অপারেশন ফ্যাশ’। নাটকটি রচনা করেছেন সংগ্রাম গুহ এবং নির্দেশনা দিয়েছেন শিবব্রত রায়।

নাটকের টিকেট প্রতিদিন ৪টা থেকে হল কাউন্টারে পাওয়া যাবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩৫০, জুলাই ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।