ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নাটক পরিচালনায় মৌ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪১ ঘণ্টা, আগস্ট ২, ২০১০

টিভিনাটক পরিচালনা করছেন নন্দিত নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। আগে একাধিক নাচের অনুষ্ঠান পরিচালনা করলেও এবারই প্রথম তিনি টিভিনাটক নির্মাণ করছেন।

তার পরিচালনায় অভিনয় করবেন হুমায়ূন ফরীদি, আফসানা মিমি ও জাহিদ হাসান। নাটকটি রচনা করেছেন আলী ইমরান। নাটকটির নাম এখনো চুড়ান্ত হয় নি। এ প্রসঙ্গে বাংলানিউজটোয়েন্টিফোর-কে মৌ বলেন, নাটক পরিচালনা করবো এরকম কোনো প্রস্তুতি আমার ছিল না। প্রস্তাবটা আসে দেশটিভি থেকে। ভেবে দেখলাম, চেষ্টা করে দেখা যাক। ঈদের জন্য নাটক, তাই দর্শকদের আনন্দ দেয়ার উদ্দেশ্যে একটি হাসির নাটক বেছে নিয়েছি। নাটকটির প্রধান তিনটি চরিত্রে হুমায়ূন ফরীদি, আফসানা মিমি আর জাহিদ হাসানকে বেছে নিয়েছি গল্পের প্রয়োজনেই। আগামী ১৬ আগস্ট থেকে নাটকটির শুটিং শুরু করছি। প্রথম নাটক বলেই কাজটা একধরণের টেনশনে মধ্যে আছি। তবে নেপথ্যের কাজ আমি সবসময়ই উপভোগ করি, নাটক পরিচালনার কাজটিও উপভোগ করবো বলে মনে করছি।

বাংলাদেশ সময় ১৬০০, আগস্ট ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।