ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঈদে একসঙ্গে লোপামুদ্রা, রূপঙ্কর ও শিলাজিৎ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০

এবারের ঈদে বাংলাভিশনের অনুষ্ঠানমালায় কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনের উপস্থাপনায় প্রচার হবে বিশেষ একটি গানের অনুষ্ঠান। ঈদের এই বিশেষ সঙ্গীতানুষ্ঠানে গান গাইছেন কলকাতার স্বনামখ্যাত তিন কণ্ঠশিল্পী লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর ও শিলাজিৎ।

‘এক মুঠো রোদ্দুর’ নামের এই অনুষ্ঠানটি প্রচারিত হবে দুই পর্বে। এক ঘণ্টার এ বিশেষ সঙ্গীতানুষ্ঠানের প্রথম পর্বে গান গাইবেন লোপামুদ্রা মিত্র ও রূপঙ্কর, দ্বিতীয় পর্বে শিলাজিৎ।

অনুষ্ঠানের প্রথম পর্বে লোপামুদ্রা মিত্র গাইবেন ‘আয় আয় কে যাবি’, ‘মনে পড়ে সেই সুপুরি গাছের সারি’ ও ‘আজকে যেটা ভালো’  শিরোনামের গানগুলো। রূপঙ্কর গাইবেন ‘চলে এসো আজ এ রাতে’, ‘এক স্বপ্নতে যতœ’, ‘তোমার টানে সারাবেলার গানে’ এবং ‘ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাবো’।  

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিলাজিৎ গাইবেন ‘রোজ ঘুম ভেঙে যায়’, ‘হৃদয় তোমাকে ছুঁতে চেয়ে’, ‘তুই বৃষ্টি হতে পারতিস’ ও ‘বুকে আমার বাবুদের বাসা’ গানগুলো। কলকাতার ভারতলক্ষ্মী স্টুডিওতে রেকর্ডকৃত এই সঙ্গীতানুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।

শুধু গানই নয়, অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে শিল্পীরা তাদের গান নিয়ে নানা অভিজ্ঞতা ও স্বপ্নের কথাও বলবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১২৩০, আগস্ট ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।