ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সংলাপহীন চরিত্রে প্রভা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০

এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া ইসলাম প্রভা প্রথমবারের মতো একটি সংলাপহীন চরিত্রে অভিনয় করেছেন। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘রূপা’ উপন্যাস অবলম্বনে চয়নিকা চৌধুরী নির্মিত ঈদের বিশেষ নাটকে প্রভাকে দেখা যাবে নাম ভূমিকায়।

পুরো নাটকে তার একটিও সংলাপ নেই। তবে সে বোবাও নয়। একটি অদ্ভুত প্রেমের গল্প নিয়ে নির্মিত এ নাটকে প্রভার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। নাটকে তার চরিত্রটির নাম আনিস। একদিন তার স্ত্রীকে আনতে রেলস্টেশনে যায়। সেখানে গিয়ে এক অদ্ভুত লোকের সঙ্গে দেখা হয়। দুজনের আলাপচরিতায় উঠে আসে প্রেম ভালোবাসার গল্প। ‘রূপা’ নাটকটি প্রচার হবে এনটিভির ঈদের অনুষ্ঠানমালায়।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে প্রভা বলেন, কাজটা আমার জন্য ছিল ভীষণ চ্যালেঞ্জিং। সংলাপ ছাড়া শুধু অভিব্যক্তি ব্যবহার করে আমাকে চরিত্রটি ফুটিয়ে তুলতে হয়েছে।   আমার বিশ্বাস নাটকটি দর্শকদের ভালো লাগবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩০৫, আগস্ট ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।