ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মেকআপম্যান ফজলুর রহমান বাবু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১০

ফজলুর রহমান বাবু ছোটপর্দার এই সময়ের ব্যস্ততম অভিনেতা। ইদানীং গানেও তার জনপ্রিয়তা।

আসন্ন ঈদে বের হচ্ছে তার দুটি গানের অ্যালবাম। অভিনয় করেছেন ঈদের প্রায় দু ডজন নাটকে। চরিত্রের দিক থেকেও তিনি  বৈচিত্র্যপিয়াসী। নানা ধরনের চরিত্রে স্বচ্ছন্দে অভিনয় করেন। এবার মেকআপম্যানের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

আসছে ঈদ উপলক্ষে তরুণ নির্মাতা অলী আহমেদের রচনা ও পরিচালনায় ‘একজন মেকআপম্যান অথবা নীরবতার গল্প’ নামের একটি এক পর্বের নাটকে সম্প্রতি নাম ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এ নাটকে আছেন অরুণা বিশ্বাস, ফারহানা মিলি, হিল্লোল, রিফাত চৌধুরী, টেলি সামাদসহ অনেকে।

সিনেমার মেকআপম্যান ফজলুর রহমান বাবু। ফিল্মের নায়িকাদের সাজিয়ে-গুছিয়ে সুন্দর করে তোলাই তার কাজ। এদিকে ঘরে তার বিয়ের উপযোগী মেয়ে। কিন্তু পাত্রপক্ষ তাকে পছন্দ করে না। বাবু নিজে মেকআপ নিয়ে একদিন মেয়েকে সাজাতে বসেন। হঠাৎ করেই তার মনে হয়, সে রঙচঙ মেখে অসুন্দরকে সুন্দর করে মানুষের সঙ্গে প্রতারণ করছে। শুরু হয় তার অস্তিত্বের সংকট।

বাংলাদেশ স্থানীয় সময় ২০৫০, আগস্ট ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।