ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নিজ দেশে পরবাসী ফ্রিদা পিন্টো

তৌহিদ রনী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১০

‘স্লামডগ মিলিওনিয়ার’ ছবির সেই মিষ্টি মেয়েটার কথা মনে আছে? হ্যাঁ, এই একটি ছবি করেই ফ্রিদা পিন্টো এখন বিশ্বজুড়ে পরিচিত। ‘স্লামডগ মিলিওনিয়ার’ ছবিতে ফ্রিদা পিন্টোর সহজ-সরল অভিব্যক্তি আর অসাধারণ অভিনয় ভারতীয় বংশোদ্ভূত এই অভিনেত্রীকে এনে দিয়েছে তারকাখ্যাতি।

ছবিটির মাধ্যমে ফ্রিদা পিন্টো সারা বিশ্বে জনপ্রিয় হলেও নিজ দেশে তিনি হয়ে আছেন অবহেলিত।

হলিউডের নির্মাতাদের কাছে ফ্রিদা পিন্টো কাক্সিক্ষত হলেও বলিউডের নির্মাতাদের কাছে তিনি আজও অচেনা। এখন পর্যন্ত ফ্রিদার ক্যারিয়ারে বলিউডের ছবির সংখ্যা শূন্য। অস্কারবিজয়ী ‘স্লামডগ মিলিওনিয়ার’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পর দু বছর কেটে গেলেও নিজ দেশের কোনো ছবিতে এখনও তিনি অফার পাননি।

নিজ দেশে পরবাসী হয়ে থাকার আপে নিয়ে সম্প্রতি ফ্রিদা বললেন, ভারতের কোনো ছবিতে আমি এখন পর্যন্ত কাজ করতে পারিনি।   সেখানকার মানুষের কাছে অভিনেত্রী হিসেবে আমি স্বীকৃতি পাইনি। স্লামডগ মিলিওনিয়ারের মাধ্যমে বিশ্বের মানুষের কাছে পরিচিতি পেলেও ভারতীয় দর্শক আসলে জানে না যে আমি কে! তাই তাদের কাছে আমি গুরুত্বহীন।

ফ্রিদা পিন্টো অভিমান নিয়ে আরও বলেন, বলিউডের নায়িকা হওয়ার জন্য যেসব গুণ থাকা দরকার সম্ভবত আমার তা নেই।   বলিউডের ছবিতে অভিনয়ের জন্য তাই কোনো নির্মাতার চোখে আমি পড়িনি। নয়তো এখন পর্যন্ত বলিউডের ছবিতে অভিনয়ের অফার না পাওয়ার আর কী কারণ থাকতে পারে! তবে স্লামডগ মিলিওনিয়ার মুক্তি পাওয়ার পর পর আমাকে কয়েকটি পান্ডুলিপি পড়তে দেওয়া হয়েছিল। কিন্তু এ পর্যন্তই, ছবিতে অভিনয়ের জন্য পরে কেউ বলেননি।

মাতৃভূমি ভারতে এরকম অবহেলিত থাকা অভিনেত্রী ফ্রিদা পিন্টোর ওপর থেকে অবশ্য মুখ ফিরিয়ে নেননি হলিউডের নির্মাতারা। গত বছর একাধিক আন্তর্জাতিক ছবিতে অভিনয় করেছেন ফ্রিদা। এর মধ্যে হলিউডের খ্যাতিমান পরিচালক উডি অ্যালেনের ‘ইউ উইল মিট এ টল ডার্ক স্ট্রেঞ্জার’ অন্যতম। এছাড়া চলতি বছর ফ্রিদা অভিনয় করবেন স্পাইডারম্যান তারকা জেমস ফ্রাঙ্কোর বিপরীতে ‘দ্য রাইজ অব এপস’ ছবিতে।

বড় বড় সুপারস্টারের বিপরীতে আন্তর্জাতিক মানের ছবিতে অভিনয় করেও আত্মতৃপ্তি খুঁজে পাচ্ছেন না তিনি। কেননা ফ্রিদা পিন্টোর শরীরে বইছে ভারতীয় রক্ত, বুকে ধারণ করছেন ভারতীয় সংস্কৃতি। অথচ স্বদেশেই যদি তিনি অভিনয় করতে না পারেন তাহলে তার জন্মানোটাই বৃথা বলে ইদানীং তার মনে হচ্ছে। তাই দিনের পর দিন ফ্রিদা পিন্টোর আপে কেবলই বাড়ছে। সামাজিক নেটওয়ার্ক টুইটারে মনের ভাব প্রকাশ করে তাই তিনি লিখেছেন, নিজ দেশে পরবাসী হয়ে অপোর প্রহর গুনছি...।

বাংলাদেশ স্থানীয় সময় ২১১০, আগস্ট ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।