ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঢাকায় আসছে জাল

আরিফ আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০

পাকিস্তানের তুমুল জনপ্রিয় ব্যান্ডদল ‘জাল’। দেশ ছাড়িয়ে এই ব্যান্ডের খ্যাতি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।

আমেরিকা আর ইউরোপের বড় বড় শহরে ‘জাল’ বছর জুড়েই কনসার্ট নিয়ে ব্যস্ত সময় কাটায়। এবার বাংলাদেশ সফরে আসছে তারা।

এবারের ঈদুল ফিতর উপলক্ষে ব্যান্ডদল ‘জাল’ আগামী ১৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি কনসার্টে অংশ নিবে। সায়ানাইট ইভেন্টস এর আয়োজনে এই কনসার্টে আরও থাকেছেন বাংলাদেশের ব্যান্ড আর্টসেল, শূন্য ও বহিমিয়ান।

পপ ও রক গান নিয়ে ব্যান্ডদল ‘জাল’ আত্মপ্রকাশ করে পাকিস্তানের লাহোরে ২০০২ সালে। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা গওহর মমতাজ ও আতিফ আসলাম। ব্যান্ডটি এরই মাঝে বলিউডেও ঝড় তুলেছে।

এই কনসার্টের আয়োজক সায়ানাইট ইভেন্টস এর পরিচালক আসিফ কবির জানান, কনসার্টকে ঘিরে থাকছে নানা বৈচিত্র্যময় সব গান। জালের সাথে দেশিয় ব্যান্ডদলগুলোর পরিবেশনা এটিই প্রথম।

‘বিগব্যাঙ থিউরি উইথ জাল’ শিরোনামের এই কনসার্টের টিকিট মূল্য রাখা হয়েছে ২০০০ ও ৩০০০ টাকা।

বাংলাদেশ স্থানীয় সময় : ১৫২৪ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।