ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শাকিরা হবেন মা-কালী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০

বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে দুনিয়া কাঁপানো পপ সেনসেশন শাকিরার সামনে কীর্তন হচ্ছে। তিলকধারী পুরোহিতরা ‘জয় মা-কালী’ বলে ষাষ্ঠাঙ্গে তাকে প্রণাম করছেন।

করবেনই না কেন, শাকিরা যে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন মা-কালী রূপে!

রণরঙ্গিনী মূর্তিতে জিহ্বা বের করা মা-কালী সাজলে কেমন লাগবে গ্ল্যামার-কুইন শাকিরাকে? না, কল্পনা করতে হবে না। বাস্তবেই দেখা যাবে। কারণ মা-কালীর ভূমিকায় শিগগিরই অভিনয় করতে চলেছেন শাকিরা। ‘কালী : দ্য ওয়ারিয়র গডেস’ নামের একটি হিন্দি ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। ছবির প্রযোজক করণ অরোরা বিষয়টি নিশ্চিত করেছেন। ছবিটি নির্মিত হবে লন্ডনে। থ্রি-ডাইমেনশন প্রযুক্তির এ ছবির দৈর্ঘ্য হবে ২ ঘণ্টা।

প্রযোজক করণ আরও জানান, শাকিরার সঙ্গে এ বিষয়ে এখন পর্যন্ত কোনও চুক্তি হয়নি। সম্মানীও চূড়ান্ত হয়নি। তবে তিনি মা-কালী চরিত্রে অভিনয়ের প্রস্তাব সানন্দে গ্রহণ করেছেন। ছবিটি আন্তর্জাতিক মানের হবে বলেই এখানে শাকিরার মতো তারকাকে নেওয়া হয়েছে। আর শাকিরা কথা দিলে কথা রাখেন, এটা তো সবার জানা।

বাংলাদেশ সময় ১৮৩০, সেপ্টেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।