ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শিল্পকলায় ৯ দিনে ২৫ নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

ঈদের বন্ধ শেষে আবারও জমে উঠেছে শিল্পকলার মঞ্চ। রমজান ও হল সংস্কারের কারণে এ মাসেই বেশ কিছু বন্ধ ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর তিনটি হল।

এখন আবার পুরোদমে শুরু হয়েছে প্রদর্শনী। প্রতিদিনই মূল হল, এক্সপেরিমেন্টাল থিয়েটার ও স্টুডিও থিয়েটারে বিভিন্ন দলের নাটক মঞ্চায়ন হচ্ছে। এ মাসের শেষ নয় দিনে আছে ২৫টি নাটক।   এর মধ্যে ৭টি আছে বিদেশি নাট্যকারের নাটক। নাটকের অগ্রিম টিকিটের জন্য যোগাযোগ করা যাবে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণের ‘কফি হাউস’ রেস্তোঁরায়। এছাড়া প্রতিদিন শোর আগে কাউন্টারে টিকিট পাওয়া যাবে ।

মূল হল
২২ সেপ্টেম্বর, বুধবার ॥  নান্দনিক নাট্য সম্প্রদায় : কিওপেট্রা
২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ॥ আরণ্যক নাট্যদল : এবং বিদ্যাসাগর
২৬ সেপ্টেম্বর, রোববার  ॥ ঢাকা থিয়েটার :  ধাবমান
২৭ সেপ্টেম্বর, সোমবার ॥  নাট্যকেন্দ্র : ডালিমকুমার
২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার ॥ লোক নাট্যদল (বনানী) : কঞ্জুস
২৯ সেপ্টেম্বর, বুধবার ॥ থিয়েটার : মেরাজ ফকিরের মা/মাধবী
৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ॥  নাট্যচক্র : ভদ্দরনোক

এক্সপেরিমেন্টাল থিয়েটার হল
২২ সেপ্টেম্বর, বুধবার ॥ পালাকার :  নোরার তিন কন্যা
২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ॥  থিয়েটার (আরামবাগ) : জন্মসূত্র
২৪ সেপ্টেম্বর, শুক্রবার ॥  নাট্যধারা : কাঁদো নদী কাঁদো
২৫ সেপ্টেম্বর, শনিবার ॥  থিয়েটার : মুক্তি/মেরাজ ফকিরের মা
২৬ সেপ্টেম্বর, রোববার  ॥  নাগরিক নাট্য সম্প্রদায় : কাঁঠালবাগান
২৭ সেপ্টেম্বর, সোমবার ॥  বহুবচন থিয়েটার :  তিন পয়সার পালা
২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার ॥  ঢাকা পদাতিক : পাইচো চোরের কিস্সা
২৯ সেপ্টেম্বর, বুধবার ॥  ঢাকা থিয়েটার : বিনোদিনী
৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ॥  সময় নাট্যগোষ্ঠী :  শেষ সংলাপ

স্টুডিও থিয়েটার (৭ম তলা)
২২ সেপ্টেম্বর, বুধবার ॥ নাট্যবেদ :  মন পবনের নাও
২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ॥  বঙ্গরঙ্গ নাট্যদল : গুরুনির্মাতা
২৪ সেপ্টেম্বর, শুক্রবার ॥  থিয়েটার : অ্যান্ডগেম
২৫ সেপ্টেম্বর, শনিবার ॥  থিয়েটারওয়ালা রেপাটরি : সাইলক অ্যান্ড সিকোফ্যান্টস
২৬ সেপ্টেম্বর, রোববার  ॥ নাট্যকেন্দ্র :  প্রতিসরণ
২৭ সেপ্টেম্বর, সোমবার ॥ থিয়েটার আর্ট ইউনিট :  মগজ সমাচার
২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার ॥ দ্যাশবাংলা থিয়েটার : আদুরী কথন ও স্বপ্নরঙ্গ
২৯ সেপ্টেম্বর, বুধবার ॥  প্রাচ্যনাট :  কিনু কাহারের থেটার
৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ॥  মহাকাল নাট্য সম্প্রদায় (বঙ্গবন্ধু এভিনিউ) :  ঘুম নেই/অহম তমসায়   

বাংলাদেশ স্থানীয় সময়  ০০৩০, সেপ্টেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।