ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অভিনয়ে ফিরে আসছেন শোয়ার্জনেগার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১

অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়েছিলেন আর্নল্ড শোয়ার্জনেগার। তিনি আবার ফিরে আসতে চান অভিনয়ে।

চলছে তারই প্রস্তুতি।

‘টার্মিনেটর’-খ্যাত অভিনেতার হাতে এখন তিনটি চিত্রনাট্য। এগুলোর ভেতর থেকে একটিতে অভিনয় করার বিষয়ে তিনি মনস্থির করে রেখেছেন অনেক আগে থেকেই। ছবিটির নাম ‘উইথ উইংস অব ঈগল’।

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জার্মানির একটি সত্য ঘটনা নিয়ে তৈরি হতে যাওয়া এই ছবিটিতে শোয়ার্জনেগার অভিনয় করবেন একজন বৃদ্ধ সৈনিকের চরিত্রে।

ক্যালির্ফোনিয়া রাজ্যের এই ৬৩ বছর বয়সী গর্ভনর চিত্রনাট্যটি পেয়েছিলেন ২০০৩ সালে গর্ভনর হওয়ার আগেই।

শোয়ার্জনেগারের ভাষায়, ‘মর্মস্পর্শী এক সত্য ঘটনার ওপর নির্মিত হতে যাওয়া এই ছবিটিতে এক বৃদ্ধ সৈনিক থাকবে। এই সৈনিককে হুকুম দেওয়া হয়েছিল কিছু শিশুকে হত্যা করার। কিন্তু তিনি তার জীবনবাজি রেখে সেই হুকুম অমান্য করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এই ঘটনাটির বর্ণনা আমাকে ভীষণ স্পর্শ করেছিল। আমি সেই সৈনিকের ভূমিকায় অভিনয় করার সিদ্ধান্ত এক রকম নিয়েই নিয়েছি। ’

বাংলাদেশ সময় ১৩২৭, জানুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।