ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

লাইফস্টাইল

অগ্নিবীণার নতুন অ্যালবাম ‘শুধু তোমাকে...’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, অক্টোবর ২৮, ২০১০

সারাহ বিল্লাহ ও মিফতাহ জামানের প্রথম দ্বৈত অ্যালবাম ‘শুধু তোমাকে’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয় ২৮ অক্টোবর  বৃহস্পতিবার সন্ধ্যায়, এলিফ্যান্ট রোডের কফি হাউসে।

অগ্নিবীণার ব্যানারে প্রকাশিত এ অ্যালবামে মোট গান রয়েছে ১০টি ।

এর মধ্যে তিনটি গেয়েছেন সারাহ বিল্লাহ। ছায়ানটের  নজরুল সঙ্গীতের এ শিল্পী বর্তমানে কানাডা রয়েছেন। অন্যদিকে মিফতাহ জামান তিন বছর বয়স থেকে গান করলেও এটি তার প্রথম অ্যালবাম। অ্যালবামটির সঙ্গীত আয়োজন করেছেন তিনি নিজে এবং সুর করেছেন ৯টি গানের। অ্যালবামের গানগুলো লিখেছেন তুষার হাসান, ইমতিয়াজ খান এবং ফয়সাল আহমেদ।

নতুনদের নিয়ে সবসময়ই কাজ করে আসছে সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের অঙ্গপ্রতিষ্ঠান অগ্নিবীণা। সেই সাথে এবারও নতুনদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ব্র্যাক ব্যাংক।

বাংলাদেশ স্থানীয় সময় ২১১০, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।