ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মুখোমুখি রুনা-শাকিলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০

নন্দিত গায়িকা রুনা লায়লার মুখোমুখি হয়েছেন আরেক গানের পাখি শাকিলা জাফর। এই ঈদে ‘তারার পানে চেয়ে’ নামের একটি অনুষ্ঠানে তাদের মুখোমুখি দেখা যাবে।

এতে রুনা লায়লার জন্ম, বড় হয়ে ওঠা এবং গানের পথে যাত্রা নিয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন শাকিলা জাফর।

‘অনুষ্ঠানটি করে আমার বেশ ভালো লেগেছে। আমার ক্ষেত্রে এর আগে এই রকমটা হয়নি যে, একজন জনপ্রিয় শিল্পী আরেকজন শিল্পীর ইন্টারভিউ করছে। সেটটাও বেশ সুন্দর ছিল। ’ অনুভূতি জানাতে গিয়ে বললেন রুনা লায়লা। ‘বাংলাভিশনে এর আগে আমার গান প্রচারিত হয়েছে। তারা আমার বেশ কয়েকটি গানের অনুষ্ঠান করেছে। কিন্তু সাাৎকার এই প্রথম। অনুষ্ঠানটা সবার কাছে ভালো লাগবে। ’

উপস্থাপনা ও সাক্ষাৎকার নিতে গিয়ে শাকিলা জাফরের অভিজ্ঞতাও অনেকটা কাছাকাছি, ‘রুনা আপার ইন্টারভিউ করাটা আমার জন্য বেশ বড় ব্যাপার। আমার কাছে খুবই ভালো লেগেছে। তার গান, ব্যবহার, কথা বলা সব কিছু থেকেই আমাদের শেখার মতো অনেক কিছুই আছে। ’

‘তারার পানে চেয়ে’ অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচারিত হবে ঈদের পর দিন রাত ৯টা ৪০ মিনিটে। ’

বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ জানান, এবার প্রথম বাংলাভিশন ‘ভালোবাসার বাংলাদেশ আমাদের গর্ব’ থিমভিত্তিক ঈদের অনুষ্ঠান প্রচার করবে। আসছে ঈদ-উল-আজহার বিশেষ আয়োজনে দেশাত্মবোধ এবং জীবনযাপনে ভালোবাসার কয়েকটি চিত্র বাংলাভিশনে এবার তুলে ধরা হচ্ছে। তারই অংশ হিসেবেই অনুষ্ঠানটি তৈরি। তিনি বলেন, ‘রুনা লায়লা এবং শাকিল জাফর দুজনই আমাদের ভালোবাসার মানুষ। এরকম আরও কয়েকটি আয়োজন থাকবে এবার। ’

বাংলাদেশ স্থানীয় সময় ২১১৫, অক্টোবর ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।