ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

তিন প্রেমিকের খপ্পরে মোনালিসা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১০

খুব বিপদে আছে মোনালিসা। এলাকার তিন তরুণ তার পিছু নিয়েছে।

তিনজনই তার প্রেমে  দেওয়ানা। মোনালিসা কোমল মনের মেয়ে। তিন যুবকের আচরণে বিরক্ত হলেও কাউকে সে কষ্ট দিতে চায় না। সবার সঙ্গেই সে ভালো ব্যবহার করে। কিন্তু এতে তিন তরুণের মনেই ধারণা জন্মে, মোনালিসা তার প্রেমে পড়েছে।

আসছে কোরবানির ঈদে মোনালিসাকে এভাবেই দেখা যাবে ‘রোমিওরা’ নামের একটি নাটকে। নাটকে তিন প্রেমিক তরুণের ভূমিকায় অভিনয় করেছেন সজল, প্রাণ রায় ও সোহান খান। ইভটিজিংকে সামনে রেখে নাটকটি রচনা করেছেন কামরুল আহসান, পরিচালনায় রয়েছেন কামরুজ্জামান সাগর।

‘রোমিওরা’ নাটকটি প্রসঙ্গে মোনালিসা বলেন, আমি সবসময় বেছে বেছে অভিনয় করি। এই নাটকটির গল্প আমার কাছে বেশ মজার মনে হয়েছে বলেই অভিনয় করা। এতে হাসির নানা ঘটনার মধ্য দিয়ে কিছু সোশ্যাল ম্যাসেজ দেয়া হয়েছে। আমার ধারণা নাটকটি দর্শকদের ভালো লাগবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭২০ঘন্টা  নভেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।