ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কলকাতা চলচ্চিত্রে উৎসবে দর্শক ঢল

রক্তিম দাশ, কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১০

কলকাতায় অনুষ্ঠিত ১৬তম চলচ্চিত্র উৎসব ব্যাপক সাড়া জাগিয়েছে দর্শকদের মাঝে। কলকাতার নন্দন সহ বেশ কয়েকটি হলে এবার প্রর্দশিত হচ্ছে উৎসব উপলক্ষে আয়োজিত দেশি-বিদেশী বিভিন্ন চলচিত্র।

হলগুলোতে দর্শকদের ঢল নেমেছে। এই উৎসব উপলক্ষে চলছে রবীন্দ্রসদন প্রাঙ্গনে চলচ্চিত্রকে কেন্দ্র করে বিশেষ বইমেলা।

এবারের উৎসবের বিশেষ আর্কষণ প্রবাদপ্রতিম জাপানি পরিচালক আকিরা কুরোশাওয়ার ৮টি ছবি। ছবিগুলি হচ্ছে- ‘দি কোয়ায়েট ডুয়েল’ (১৯৪৯), ‘রশোমন’ (১৯৫০), ‘টু লিভ’ (১৯৫২), ‘সেভেন সামুরাই’ (১৯৫৪), ‘দি লোয়ার ডেপথস’ (১৯৫৭), ‘দি থ্রোন’ (১৯৫৭), ‘র‌্যান’ (১৯৮৫) ও ‘নট ইয়েট’ (১৯৯৩)। উৎসবে আরো দেখানো হচ্ছে  বিখ্যাত ফরাসি পরিচালক অ্যালাঁ রেনের সেম ‘ওল্ড সং’ (১৯৭৭), ‘নাইট অ্যান্ড ফগ’ (১৯৫৫), ‘গুয়েরনিকা’ (১৯৫০), ‘ইভেন স্টাটাস ডাই’ (১৯৫৫), ‘হিরোশিমা মাই লাভ’ (১৯৫৯), ‘লাস্ট ইয়ার মেরিনবাদ’ (১৯৬১), ‘মুরিয়েল অর দ্য টাইম দফ এ রিটার্ন’ (১৯৬৩) ও ‘স্টাভিস্কি’ (১৯৭৪)।

এছাড়াও আর্জেন্তিনও পরিচালক ফোবিয়ান হফম্যানের ‘আই মিস ইউ’ (২০১০), লিভ উলম্যানের ‘ক্রিস্টিন লাভ্রানসডটার’ (১৯৯৬), হাঙ্গেরির ল্যাজোস কোলতাইয়ের ছবি ‘ফেটলেস’, ফিনল্যান্ডের ছবি মিকা ও আকি কারিসমাকির ছবি ‘হাইজ অব ব্রাঞ্চিং লাভ’ (২০০৯) এবারের অন্যতম আর্কষণ।

প্রতি বছরের মতো এবারেও বাংলাদেশের একাধিক ছবি প্রর্দশিত হচ্ছে উৎসবে। এর মধ্যে রয়েছে মোরশেদুল ইসলামের ‘প্রিয়তমেষু’, গোলাম রাববানী বিপ্লবের ‘বৃত্তের বাইরে’ এবং সৈয়দ অহিদুজামান ডায়মন্ডের ‘গঙ্গাযাত্রা’। এর পাশাপাশি প্রামণ্যচিত্র বিভাগে তানভির মোকাম্মেলের তিনটি ছবি ‘কর্ণফুলির কান্না’, ‘অচিন পাখি’ও ‘স্বপ্নভূমি’।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষ্যে এবার প্রর্দশিত হচ্ছে কবিগুরুর কাহিনী অবলম্বনে নির্মিত সত্যজিৎ রায়ের ‘চারুলতা’ ও বাংলা চলচিত্রের প্রবাদপুরুষ দেবকী কুমার বসুর ১৯৬১ সালে নির্মিত ‘অভিসার’, ‘পূজারিনী’, ‘দুই বিঘা জমি’ ও পুরাতন ভৃত্য চিত্ররূপের ‘অর্ঘ্য’ ছবিগুলো।

আসামের চলচ্চিত্র এবারের উৎসবে অন্য একটি মাত্রা এনে দিয়েছে। অসমিয়া পরিচালক ডা. ভুপেন্দ্র কামের ছবি ‘পেইন অব লাইফ বা তুরগো’ এবার প্রর্দশিত হচ্ছে।

বরেণ্য পরিচালক ঋত্বিক ঘটকের সাড়া জাগানো ছবি ‘মেঘে ঢাকা তারা’-র ৫০ বছর উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে এবারে উৎসবে।

কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসব চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এবার ৩৯টি দেশের মোট ১২৭টি চলচিত্র প্রর্দশিত হচ্ছে। এর মধ্যে ৮৭টি ভারতীয় ছবি এবং ৪০টি বিদেশি ছবি প্রর্দশিত হচ্ছে। কলকাতার নন্দন প্রেক্ষাগৃহের ৩টি হল, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন, মিত্রা সিনেমা হল, মধুসূধন মঞ্চ ও সল্টলেকের পূর্বশ্রী অডিটোরিয়ামে এবারের উৎসবের ছবিগুলি প্রর্দশিত হচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬১০, ১৩ নভেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।