ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মডেলিংয়ে কোনাল

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১১

চ্যানেল আই সেরাকন্ঠ খেতাব বিজয়ী কোনালের পরিচিতি একজন সঙ্গীতশিল্পী হিসেবেই। পাশপাশি তিনি উপস্থাপনাও যেমন করেছেন এবং একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

এবার কোনালের অভিষেক হলো মডেলিংয়ে।

প্রথমবারের মতো কোনাল একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে দর্শকের সামনে এসেছেন। এয়ারটেল মোবাইলের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে উপস্থিত  হয়েছেন তিনি। ঈদের দিন থেকে বিভিন্ন স্যাটলোইট চ্যানেলে তার করা বিজ্ঞাপনচিত্রটি বিটিভিসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হচ্ছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন পিপলু আর খান। ডিরেক্টর অব ফটোগ্রাফিতে ছিলেন নূতন নাগরাজ।

এয়ারটেলের পরপর পাঁচটি বিজ্ঞাপনের চারটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন কোনাল। এরইমধ্যে দুটি বিজ্ঞাপনচিত্র ‘নো হিডেন কস্ট’ ও ‘ওয়ান সেকেন্ড পালস’ প্রচার শুরু হয়েছে বলে জানালেন কোনাল। বাকীগুলোর প্রচার শুরু হবে আরো কিছুদিন পর । প্রথমবারের মতো বিজ্ঞাপন চিত্রে কাজ করা প্রসঙ্গে কোনাল বলেন, ‘আসলে এই বিজ্ঞাপনচিত্রটিতে কাজ করার ব্যাপারে আমার কাছের কিছু মানুষই আমাকে বেশ আগ্রহী করে তুলে। তাছাড়া প্রতিটি বিজ্ঞাপনেরই থিম বন্ধূত্বের উপর করা বলে আমি সবচেয়ে বেশি আগ্রহী হয়ে উঠি। কারণ এই বিজ্ঞাপনে আমার অন্য চারজন বন্ধু রাজীব, আসিফ, পরসিয়া ও পৃথ্বিও মডেল হয়েছে। তাই তাদের সাথে খুব চমৎকার একটি পরিবেশে কাজ করেছি। এরমধ্যে বিজ্ঞাপনটিতে কাজ করে বেশ রেসপন্সও পাচ্ছি। ’

বাংলাদেশ সময় ১৮১০, সেপ্টেম্বর ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।