ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এটিএন বাংলার ৬ দিন ব্যাপি ঈদ আয়োজনের ঘোষণা

তোফাজ্জল লিটন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০

বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা ঈদুল আযহা উপলে ৬দিন ব্যাপি বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এই অনুষ্ঠান সূচি ঘোষনা করতে ১৪ নভেম্বর রোববার দুপুর  দেড়টায়  রাজধানীর বসুন্ধরা সিটির ৮ তালায় এটিএন বাংলা ষ্টুডিওতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান। আরো ছিলেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, এটিএনবাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারী, অনুষ্ঠান প্রধান নওয়াজেস আলী খান ও অনেকে।


এটিএন বাংলার অনুষ্ঠান প্রধান নওয়াজেস আলী খান এটিএন বাংলার ঈদের বিশেষ অনুষ্ঠান সূচি ঘোষনা করেন। তিনি জানান, দেশের সেরা নির্মাতা আর জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় থাকবে বাংলা ছায়াছবি, নাটক, টেলিফিল্ম, মিউজিক্যাল শো, প্রানবন্ত আড্ডার অনুষ্ঠান আর সেই সাথে ছোটদের মজার অনুষ্ঠানও থাকবে।

আসছে ঈদে এটিএনবাংলায় প্রচারের অপেক্ষায় থাকা নির্বাচিত অনুষ্ঠান সূচি নিচে দেওয়া হলো।

ঈদের আগের দিন
    
বাংল ছায়াছবি :  বধু বরণ ॥ দুপুর ২টা ৪৫॥ নজরুল ইসলাম খানের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী, আমিন খান প্রমূখ ॥

নাটক : হাজার রজনীর গল্প॥ রাত ৭টা ৪৫ ॥  রূপান্তর ও পরিচালনায় : মঈন খান রূপি ॥ অভিনয়ে : আনিসুর রহমান মিলন, নাদিয়া আহমেদ, কাজী উজ্জ্বল, হাসানুজ্জামান মাসুদ, আল হেলাল আহম্মেদ প্রমুখ ॥  আরব্য উপন্যাসের হাজার রজনীর গল্পগুলির ভেতর থেকে দর্জি কুঁজো হেকিম মাতাল এবং নাপিতের গল্প নিয়ে এই নাটক ॥

নাটক : ঈদের রং ॥ রাত ১০টা ৫৫ ॥ রচনা ও পরিচালনা : মামুনুর রশীদ ॥  অভিনয় : মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, তমালিকা, ডলি জহুর প্রমুখ ॥ গল্প :  মিলন বংশানুক্রমিক ভাবে পোষ্টম্যান।   বাবা আনু মিয়া ১৯৭১ সালে সরকারী চাকরীর বাইরে মুক্তিযোদ্ধাদের চিঠি, টাকা পৌছে দিত। ঈদের আগে এরকম বেসরকারী কাজ করতে গিয়ে সে ধরা পড়ে। রাজাকার কমান্ডার তাকে জবাই করে হত্যার নির্দেশ দেয়।   বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মিলন চাকরী পায়। কিন্তু ঈদের আগের দিন থেকে বিষন্ন হয়ে যায়। তার বাবার হন্তারক সেই রাজাকার এখনও জীবিত। কোরবানীর সময় সে কয়েকটি গরু জবাই করে গ্রামবাসীকে খাওয়ায়। প্রতিটি ঈদেই তার কাছে পৃথিবীটা কালো হয়ে যেত। কিন্তু সে এবার ঈদে নতুন রং খুঁজে পেয়েছে ॥

ঈদের দিন

বাংলা ছায়াছবি : চিরদিন আমি তোমার ॥ বিকাল ৩টা ৩০ ॥ পরিচালনায় : এফ আই মানিক ॥ অভিনয় : -রিয়াজ, পূর্ণিমা, অমিত হাসান, রোমানা প্রমুখ ॥

নাটক : গণিত মানব ॥  রাত ৭টা ৪৫ ॥ রচনা : অমিয় সদনম, পরিচালনায় : অনিমেষ আইচ এই অভিনয়ে :  আলী যাকের, আসাদুজ্জামান নূর এবং অন্যান্য ॥  গল্প : গণিতবিদ জহিরুল হক গণিতের জগতে এক অপ্রতিদ্বন্দী নাম। অংকের জন্য তিনি সবচেয়ে সম্মানজনক পুরস্কার ইউকিড প্রাইজে’ও ভুষিত হয়েছেন। নিজের এই যশ, এই সুনামকে যখন তিনি আকন্ঠ উপভোগ করছেন ঠিক তখন এক অদ্ভূত আগন্তুকের অবতারণা ঘটে তার জীবনে; তিনি মরিয়া হয়ে ওঠেন জানতে কে এই গণিত মানব? কি তার পরিচয়? নাকি এই আগন্তুক ড. জহিরের গাণিতিক মনের শুধুই একটা কল্পনা!

ঈদের পরের দিন

বাংলা ছায়াছবি : ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া ॥ দুপুর ১২টা ১৫ ॥ পরিচালনায় : উত্তম আকাশ অভিনয় : শাকিব খান, শাবনুর, হুমায়ুন ফরিদী, সুচরিতা প্রমুখ ॥  

টেলিফিল্ম : ভ্যাজাল মন্ডল ॥  বিকাল ৩টা ৪৫ ॥ রচনা : বৃন্দাবন দাস  ও পরিচালনায় : সালাহউদ্দিন লাভলু ॥ অভিনয়ে :  মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শামীম জামান, আলভী, স্বাগতা, আমিরুল হক চৌধুরী প্রমুখ ॥ গল্প : গ্রামের এক প্রভাবশালী লোক ভ্যাজাল মন্ডল ভ্যাজাল বাধাতে তার কোন জুড়ি নেই। গ্রামের প্রত্যেকটা লোকের সাথে ভ্যাজাল বাধানো তার অভ্যাসে দাড়িয়ে গেছে। শেষে দেখা যায় ভ্যাজাল মন্ডল এক ভ্যাজালে নিজেই জড়িয়ে যায়। তারপর থেকে তার শিা হয়। এইভাবে নানান রকমারী ভ্যাজাল নিয়ে ধীরে ধীরে এগুতে থাকে নাটকের কাহিনী ॥

বিশেষ সঙ্গীতানুষ্ঠান : টিউন ক্যাফে ॥ সন্ধ্যা ৬টা ১০॥ পরিচালনায় : রুমানা আফরোজ  ও উপস্থাপনায় : শিল্পী বাপ্পা মজুমদার ॥ সঙ্গীত পরিবেশন : কিংবদন্তী শিল্পী কুমার বিশ্বজীৎ ॥  অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিবেশনার পাশাপাশি কুমার বিশ্বজীৎ ও বাপ্পা মজুমদার একে অপরের অভিজ্ঞতা, মজার স্মৃতিচারন, সঙ্গীতকে নিয়ে তাদের স্বপ্ন। বিভিন্ন আলাপচারিতার ফাঁকে ফাঁকে রয়েছে গান ॥

নাটক : মায়া ম্যাডাম ॥ রাত ৭টা ৪৫॥ রচনা : মাসুম রেজা , পরিচালনায় : সৈয়দ আওলাদ ॥ অভিনয়ে : তৌকীর, তারিন, আবুল হায়াত, তারিক স্বপন, ওয়াসিম, সুজন ও সাবেরি আলম ॥ গল্প : এটি শায়লা-ফারুক সিক্যুয়ালের ১৬তম নাটক। মায়া ম্যাডাম কলেজের ইংরেজী অধ্যাপক। বেশ রাবীন্দ্রিক ধরনের। চাঁদ আর নত্র পেয়ে ঘর বেঁধেছিলেন। স্বামী, যাকে চাঁদ বলে ডাকতেন, রোড এ্যাকসিডেন্টে মারা যায়। একমাত্র ছেলে নত্রের চারপাশে তখন কালো মেঘের লুকোচুরি। ইউনিভার্সিটি থেকে ছুটিতেও নত্র বাড়ি ফেরে না। হল ছেড়ে মেসে থাকে। মায়া ম্যাডাম ছেলেকে খুঁজতে ওঠেন নাট্যকার ও অভিনেত্রী দম্পতি শায়লা-ফারুকের বাড়িতে। কালো নেকাব পড়ে ছেলেকে ফলো করে খুঁজতে থাকেন ঢাকা শহরের অলিগলি। খুঁজতে খুঁজতে সন্ধান পায়। সন্ধান পাবেন দর্শকেরাও, অন্য এক অন্ধকারের।

ঈদের তৃতীয় দিন

বাংলা ছায়াছবি : চাঁদের মত বউ ॥ দুপুর ১২টা ৪৫ ॥ পরিচালনায় : মোহাম্মদ হোসেন ॥ অভিনয় : রিয়াজ, শাবনুর, নিপুণ, এটিএম শামসুজ্জামান প্রমুখ ॥

নাটক : ভরসা কোচিং সেন্টার ॥ রাত ৭টা ৪৫ ॥ রচনা : মানস পাল, পরিচালনায় : সাইদুল আনাম টুটুল ॥ অভিনয়ে : নাদিয়া, মীর সাব্বির, হাসান ইমাম, লায়লা হাসান,শতাব্দী ওয়াদুদ প্রমুখ ॥ গল্প : চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিক সাহেব যেমন সৎ মানুষ তেমনি শিানুরাগী। ইভ টিজিং এর বিরুদ্ধে এক প্রতিবাদী কন্ঠস্বর। অর্থবিত্তের অভাব না থাকলেও শফিক সাহেবের একটাই দুঃখ তার একমাত্র মেয়ে বিজলী লেখাপড়ায় একটুও ভাল না। চারবার এসএসসি পরীাতে ফেল করে পঞ্চম বারে উতীর্ণ হওয়ার জন্য সে গ্রামের ছেলে প্রাইমারী স্কুলের টিচার ইয়াকুবের কাছে জোর করে অধ্যয়ন করতে থাকে। ইয়াকুব তাকে ভালবাসে জানালেও বিজলী শর্ত দেয় যদি ইয়াকুব তাকে এবার পরীায় পাশ করাতে পারে তাহলেই তাকে সে ভালবাসবে। চ্যালেঞ্জ গ্রহণ করে ইয়াকুব প্রাণপণ ঝাপিয়ে পড়ে।

বিশেষ সঙ্গীতানুষ্ঠান : গল্প গানে সাবিনা ইয়াসমিন ॥ রাত ১০টা ৪০॥ পরিচালনা : আরিফ খান ॥ অনুষ্ঠানটি সম্পূর্ণ চিত্রায়িত হয়েছে সিঙ্গাপুরে। সাবিনা ইয়াসমিনের গাওয়া ৮টি জনপ্রিয় গান আর একান্ত আলাপচারিতা নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি ॥

ঈদের চতুর্থ দিন

বাংলা ছায়াছবি : বধু তুমি কার ॥ দুপুর ১২টা ৪৫॥  পরিচালনায় : বজলুর রহমান ॥ অভিনয় : রিয়াজ, শাবনুর, হুমায়ুন ফরিদী প্রমুখ ॥

টেলিছবি : ইস্টার সানডে ইন দার্জিলিং ॥ বিকেল ৪টা ৪০॥ রচনা ও পরিচালনায় : উত্তম গুহ ॥ অভিনয় : চম্পা, বাবুল আহমেদ, আলী অনুভব রজত, অর্নিলা গুহ নোলক, উত্তম গুহ ও অন্যান্য ॥ গল্প : মাউন্ট হারমোন স্কুল এন্ড কলেজ, দার্জিলিং। ইস্টার সানডে উপলে চারদিনের ছুটি। ছুটির সময় অভিভাবকরা সন্তানদের কাছে ভালবাসার তাগিদে ছুটে আসে। বাংলাদেশেরও জনাকয়েক ছাত্রছাত্রী মাউন্ট হারমোনে অধ্যয়নরত। মাউন্ট হারমোনের শেষ বর্ষের স্টুডেন্ট আকাশ ও আর্নিলা একে অন্যের ভাল বন্ধু। দুজনের বাড়ী বাংলাদেশে। এখানেই দেখা হয়ে যায় আকাশের বাবা আশিক এবং আর্নিলার মা রোদেলার সাথে। মনের অজান্তে স্মৃতির পাতায় ভেসে উঠে অনেক পাওয়া আর না পাওয়ার দৃশ্যের কথা। তাদের ছেলেমেয়েদের বন্ধনের মধ্যে দিয়ে স্বপ্ন দেখে নিজেদের না পাওয়ার কষ্টের কথা। নাটকীয় দৃশ্য আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য্যরে প্রতিফলন রয়েছে এই নাটকে।

বিশেষ নাটক : ব-কলম ॥ রাত ৭টা ৪৫ ॥ রচনা ও পরিচালনায় : আমজাদ হোসেন ॥ অভিনয় : ফেরদৌসী মজুমদার, চিত্রলেখা গুহ, এস এ হক অলীক, আফজাল শরীফ, সোহেল আরমান প্রমুখ ॥  গল্প : হাজরা বাড়ি ইউনিয়নের পেশকার বাড়ির গল্প  ‘ব-কলম’। এই বাড়ির চার ভাইয়ের মধ্যে বিধু নামের ভাইটি শুধুমাত্র বকলমই নয় বুদ্ধিও আর সবার চেয়ে বেশ কম। সবাই ওকে বকলম ডাকতে ডাকতে একসময় তার বিধু নামটা মুছে যায়। সারাদিন সংসারের সবার লাঞ্ছনা গঞ্জনা আর নির্যাতনে অসহ্য হয়ে একদিন বাড়ি থেকে অভিমান করে বের হয়ে যায় ব-কলম। এরপর একে একে ঘটতে থাকে সব নাটকীয় ঘটনা।

নাটক : ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে॥ রাত ৮টা ৫০ ॥রচনায় : আনিসুল হক , পরিচালনায় : আশরাফী মিঠু ॥  অভিনয় : সুমাইয়া সিমু, আনিসুর রহমান মিলন প্রমুখ ॥

নাটক : প্রপোজাল ॥ রাত ১১টা ৪৫ ॥ রচনা ও পরিচালনায় : মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ॥ অভিনয় : সুমাইয়া শিমু, হাসান মাসুদ, ডেইজী আহমেদ, বিলু, রাজু প্রমুখ ॥ গল্প : সালাম নামের এক যুবক ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস। এখন সে নাটকের পান্ডুলিপি লিখে। তাই ঢাকায় আসে ফুপুর বাসায় এক বা বস্তা পান্ডুলিপি নিয়ে। সালাম এর ধারণা তার পান্ডলিপি দিয়ে ভালো টিভি নাটক বানানো সম্ভব। সালামের ফুপু, ফুপা এবং ফুপাতো ভাই বিরক্ত হয় সালামের কার্যকলাপে। তবে সালামের ফুপাতো বোন সালামের আগ্রহকে মূল্যায়ন করে। এদিকে সালাম বিভিন্ন নাট্য পরিচালকের সাথে যোগাযোগ করে হতাশ হয়ে গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন সালামের ফুপা একজন নামী পরিচালকের সাথে সালামকে পরিচয় করিয়ে দেন। এভাবেই এগুতে থাকে নাটকের কাহিনী ॥

ঈদের পঞ্চম দিন

টেলিছবি : স্বপ্নের দ্বীপ ॥ দুপুর ১টা ১৫ ॥  রচনা ও পরিচালনায় : মোশারেফ হোসেন শাহজাহান ॥ অভিনয় : তমালিকা, ফারজানা ছবি, মম মোর্শেদ, আলতাফ, লিটন মলিক, আহাদ বাবু দীপালী, শাহজাহান প্রমুখ ॥ গল্প :  বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা চর, ঢালদ্বীপ। সুবজ গাছাগাছালিতে ভরা জনহীন এই ঢালদ্বীপে বাস করে ছোট ছোট কিছু বুনো প্রাণী আর হাজারো পাখ পাখালী। নিবিড় প্রশান্তির এই দ্বীপে একদিন আশ্রয় খোজে বাগান আলী। জমিদারের হয়ে প্রতিপরে কাছ থেকে ক্ষেতের ধানের দখল আদায় করতে গিয়ে পুলিশ খুন করে লাঠিয়াল বাগান আলী। এর পরই ফাঁসি থেকেন বাচার জন্য আশ্রয় নেয় নতুন পাওয়া অনেক দুরের এই ঢালদ্বীপে। ঢালদ্বীপে যেমন শুভ সুন্দরের আবির্ভাব ঘটেছে তেমনি ঘটেছে অশুভ অসুন্দরের আবির্ভাব। এমনি একজন হল বন্দকী ব্যবসা আর সুদের কারবারী হরেন্দ্র। হরেন্দ্র আর তার সহযোগীদের লোভের আগুনে উজাড় হয়ে যায় ঢালদ্বীপের সবুজ বৃরাজি। প্রকৃতি মানুষের এই অনাচার সহ্য করে না। একদিন দ্বীপে আঘাত করে প্রলংঙ্করী বন্যা।  


টেলিফিল্ম :  বাড়ি থেকে পালিয়ে ॥ বিকাল ৪টা ৩০ ॥  রচনা ও পরিচালনায় : নূরুল আলম আতিক ॥ অভিনয় :  মীম, লিটু, মিতা চৌধুরী এবং আরও অনেকে। পাঁচ বন্ধু। তারা স্কুলবন্ধু। এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছে, নতুন নতুন বন্ধু হয়েছে, তবু তাদের টান কমেনি। কোথাও গেলে একসাথেই যাওয়া চাই। তাদের এবারের কাহিনীতে যুক্ত হয়েছে বন্ধুতা, সন্দেহ আর দুর্দান্ত অ্যাডভেঞ্চারের গল্প ॥

নাটক : এ্যান্টিকক ॥ রাত ৭টা ৪৫ ॥ রচনা : বিপাশা হায়াত, পরিচালনায় : তৌকীর আহমেদ ॥ অভিনয়ে : তৌকির আহমেদ, রুমানা রশিদ ঈশিতা, হাবীব মাসুদ, রনজিৎ প্রমুখ ॥ গল্প : মামুনের সাথে রেণুর বিয়ের রাতেই মামুন জানতে চেয়েছিল রেণুর জীবনে কখনও প্রেম এসেছিল কিনা। রেণু সরল বিশ্বাসে দীপুর সাথে তার পুরোনো প্রেমের কথা প্রকাশ করেছিল। কিন্তু তারপর থেকে মামুনের আর শান্তি নেই। রেণুর প্রতি তার বিশ্বাসও প্রায় শূণ্যের কোঠায়। অবিশ্বাস আর সন্দেহে রেণুর দম আটকে আসে। কোনভাবেই মামুনকে সে বোঝাতে পারেনি এখন তার জীবনে শুধুমাত্র মামনুই সত্য। মামুন চলে অ্যান্টিকক ওয়াইজ। এক পর্যায়ে রেণু এই অবিশ্বাসের প্রতিশোধ নেয়। ফিরিয়ে আনে দীপুকে। সত্যটা স্বীকার করে মামুনের কাছে। আর তারপরই ঘটে ভয়াবহ ঘটনা ॥

রাত ৮টা ৫০ ॥ নাটক :  ছুটি ॥ রচনা : আহসান হাবীব, পরিচালনায় : এস এ হক অলিক ॥  অভিনয় : শহীদুজ্জ্মান সেলিম, মৌসুমী বিশ্বাস, ডলি জহুর, মিলন, নাসিমা খান এবং প্রমুখ ॥  গল্প : বাবা নেই সংসারের দায়িত্ব বড় ছেলের। ধনী পরিবার। বড় ছেলে হঠাৎ বাড়ির লোকজনের উপর এক আইন জারি করলো। সে আইন বাড়ির লোকজনের পছন্দ হলো না । এই নিয়ে শুরু হলো নানান ধরণের ঝামেলা। পরে বড় ছেলে বিদেশ যাত্রার কারণে সেই আইন বাতিল হলো। যথারীতি পারিবারিক বিদ্রোহ এবং মোড় নতুন ঘটনার ॥

বাংলাদেশ স্থানীয় সময় ১৯৩৫, নভেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।