ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কলকাতা চলচিত্র উৎসবে অবশেষে ‘সিকিম’ দেখানো হলো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১০

কলকাতা: ‘কপিরাইট’ আইন ভাঙার দায়ে প্রামাণ্যচিত্র ‘সিকিম’ প্রদর্শন বন্ধ করে দেওয়া সংক্রান্ত মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাই কলকাতা চলচিত্র উৎসবের শেষ দিনে আজ বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে নন্দন-১-এ দেখানো হয় অস্কারজয়ী চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের বহু বিতর্কিত ওই প্রামাণ্যচিত্রটি।



এর আগে গত ১১ নভেম্বর ‘সিকিম’ প্রদর্শনের ওপর স্থগিতাদেশ জারি করেন আদালত।

পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব, তথ্য ও সংস্কৃতি সচিব ও নন্দনের অধিকর্তাসহ একাধিক জনের বিরুদ্ধে ‘কপিরাইট’ আইন ভাঙার দায়ে ভারতের উত্তর-পূর্বের রাজ্য সিকিমের আদালতে যে মামলা হয়েছিল মঙ্গলবার তা তুলে নিয়েছে ওই প্রামাণ্যচিত্রের স্বত্বাধিকারী আর্ট অ্যান্ড কালচার ট্রাস্ট।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্যোগে এ সমাধান বেরিয়ে এসেছে বলে জানা গেছে। প্রামাণ্যচিত্রটির প্রর্দশন ও স্ক্রিনিং বাবদ স্বত্বাধিকারী সংস্থাকে দিতে হয়েছে ২০ হাজার রুপি।

আর্ট অ্যান্ড কালচার ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি উগ্যেন চ্যাপেল কলকাতা চলচিত্র উৎসবের অধিকর্তা নীলাঞ্জন চট্টোপাধ্যায়কে ই-মেলে জানান, ‘সামনের বছর তিনি নন্দনে ‘সিকিম’কে বাণিজ্যিকভাবে রিলিজ করতে চান’।

উল্লেখ্য, ১৯৭০ সালে সিকিমের রাজপরিবারে আগ্রহে ‘সিকিম’ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছিলেন সত্যজিৎ রায়। এরপরই গণভোটের মাধ্যমে ভারতে অর্ন্তভুক্ত হয় সিকিম রাষ্ট্রটি। তারপর থেকেই এ প্রামাণ্যচিত্রটি ভারতে প্রর্দশনে নিষেধাজ্ঞা জারি ছিল। সম্প্রতি এই নিষেধাজ্ঞা ভারত সরকারের পক্ষ থেকে তুলে নেওয়া হলে প্রথম কলকাতা চলচিত্র উৎসবে তা সর্বসাধরণের জন্য দেখানোর ব্যবস্থা করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।