ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

খাইরুল ইসলাম পাখির নতুন গেম শো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১০

অনেক দিন পর নতুন একটি গেম শো নির্মাণ করলেন দেশের প্রথম ও সফল গেম শো নির্মাতা অভিনেতা ও উপস্থাপক খাইরুল ইসলাম পাখি। নতুন গেম শোটির নাম ‘হারি জিতি নাহি লাজ’।

তার নির্মিত প্রথম গেম শো ছিল ‘তাৎণিক’, যা চ্যানেল আইয়ের জনপ্রিয় একটি অনুষ্ঠান ছিল। এরপর তিনি বিটিভির জন্য নির্মাণ  করেছেন ‘হিং টিং ছট’ এবং বাংলাভিশনের জন্য ‘লাক ভেলকি’।

ইতোমধ্যে ‘হারি জিতি নাহি লাজ’ গেম শোটির ২৬ পর্ব ধারণ সম্পন্ন হয়েছে। পাখির সঙ্গে এ অনুষ্ঠানে কাজ করেছেন তরুণ পরিচালক খান মোহাম্মদ বদরুদ্দিন।

অনুষ্ঠানে বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা সাধারণ পরিবার, সেই সাথে আরো আছেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা। তাদের মধ্যে রয়েছেন সঙ্গীতশিল্পী কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, হাসান আবিদুর রেজা জুয়েল, পুতুল, রিংকু; নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ; অভিনেতা তুষার খান, আরেফিন শুভ, রুনা খান, স্বাধীন খসরু, নাইম; এভারেস্টজয়ী মুসা ইব্রাহিম; ফুটবলার শেখ আসলাম, মানিক, আরিফ খান জয়; ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন; ব্যান্ড ফিডব্যাক, যাত্রী, নির্ঝরসহ অনেকে।  

এই গেম শোতে অংশগ্রহণকারীদের মজার মজার প্রশ্ন করা হয়। এ অনুষ্ঠানে যে পরিবার যত নম্বর পায় তারা পায় তত টাকার পুরস্কার।

নতুন এই গেম শোর মিউজিক করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়া।
শিগগিরই দেশের কোনও একটি টিভি চ্যানেলে অনুষ্ঠানটির সম্প্রচার শুরু হবে।

বাংলাদেশ স্থানীয় সময় ২১০৫, নভেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।