ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ফাহমিদা-বাপ্পার জুটি বেঁধে গান গাওয়ার গল্প

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০

‘মেঘে মেঘে চেয়ে উতলা মনটা... আমিও আছি যেন সে মেঘেরও আসেপাশে...’ এমনই মিস্টি কিছু যুগল কন্ঠের গান গেয়ে বহু শ্রোতার মন রাঙিয়েছেন ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার। এই দুই সঙ্গীত তারকা মুখোমুখি হয়ে বলেছেন, তাদের জুটি বেঁধে গান গাওয়ার গল্প।

বৈশাখী টেলিভিশনের ‘ঈদ স্পেশাল : আমরা দুটি কেমন জুটি’ অনুষ্ঠানে তাদের দেখা যাবে।

ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার জুটি বেঁধে গান গাইছেন টানা ১২ বছর । কিভাবে জুটিবদ্ধ হলেন, প্রথম জুটি বেঁধে গান, প্রথম হিট গান প্রভৃতি বিষয় নিয়ে মন খুলে কথা বললেন তারা। দেশের জনপ্রিয় এই সঙ্গীত জুটি আরো বলেছেন নিজেদের প্রাপ্তি ও সাফল্যের কথা। উঠে এসেছে তাদের ভবিষ্যত পরিকল্পনা। একে অন্যের সমালোচনা করতেও তারা পিছুপা হন নি।

কাজের ক্ষেত্রে জনপ্রিয় জুটিদের নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘আমরা দুটি কেমন জুটি’। অনুষ্ঠানটির ঈদের বিশেষ আয়োজনে জুটি হিসেবে এসেছেন ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার।

পলাশ মাহবুবের পরিকল্পনা ও প্রযোজনায় ‘ঈদ স্পেশাল আমরা দুটি কেমন জুটি’ প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে ঈদের ৫ম দিন ২১ নভেম্বর রোববার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার।

বাংলাদেশ স্থানীয় সময় :  ১৩৫৫, নভেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।