ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ধূমপানের দৃশ্যায়নে ঐশ্বরিয়া অভিযুক্ত

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০

বলিউড সেনশেসন ঐশ্বরিয়া রাই অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘গুজারিশ’। এ ছবির একাধিক দৃশ্যে ঐশ্বরিয়াকে ধূমপান করতে দেখা গেছে।

শুধু তাই নয়, ছবির পোস্টারে ব্যবহার করা হয়েছে ঐশ্বরিয়ারধূমপানের দৃশ্য। এই পোস্টার অপসারণের জোর দাবি জানিয়েছে সে দেশের পাবলিক হাসপাতালে কর্মরত রেসিডেন্স ডক্টরস অ্যাসোসিয়েশন। তবে শুধু পোস্টারই নয়, ছবিটি থেকে ঐশ্বরিয়ার ধূমপানের দৃশ্যগুলোও অপসারণের আবেদন জানিয়েছে এ সংস্থাটি।

বিষয়টি সম্পর্কে অ্যাসোসিয়েশনের সাধারণ  সম্পাদক ডা. পঙ্কজ নালাভাদে বলেন, আমরা পোস্টার আর ধূমপানযুক্ত দৃশ্যগুলো ছবি থেকে আপসারণের জোরালো দাবিই শুধু জানাচ্ছি না, একই সঙ্গে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছি।

রেসিডেন্স ডক্টরস অ্যাসোসিয়েশন ঐশ্বরিয়ার বিরুদ্ধেও ধূমপানের প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ উঠিয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির মুখপাত্র পঙ্কজ নালাভাদে বলেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জানা সত্ত্বেও ‘গুজারিশ’ ছবিতে ঐসব দৃশ্যে ঐশ্বরিয়ার এমন অভিনয় করা ঠিক হয়নি। পুরো ভারতবর্ষে যেভাবে বিজ্ঞাপনের জন্য ঐশ্বরিয়ার ধূমপানযুক্ত ছবি ব্যবহার করা হচ্ছে তাতে যুবসমাজের কাছে ভুল বার্তা পৌঁছানোর শংকা রয়েছে। কেননা সাবেক এই বিশ্বসুন্দরী ও বলিউড সেনশেসন দেশের যুবসমাজের কাছে একজন রোল মডেল।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫১২, নভেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।